হোম > শিক্ষা > ক্যাম্পাস

এইচএসসিতে হামদর্দ পাবলিক কলেজে জিপিএ-৫ পেয়েছে ২১১ জন

হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার প্রতিষ্ঠিত হামদর্দ পাবলিক কলেজ উচ্চমাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) সাফল্য পেয়েছে। গতকাল মঙ্গলবার প্রকাশিত ফলাফলে ৪০২ জন শিক্ষার্থীর (বিজ্ঞান: ৩৭৮ জন, ব্যবসায় শিক্ষা: ২৪ জন) মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১১ জন। জিপিএ-৫ প্রাপ্তির হার শতকরা ৫২ দশমিক ৪৮ পারসেন্ট। পাসের হার ৯৯ দশমিক ৭৫ পারসেন্ট, অকৃতকার্য ১ জন। 

ফলাফল ঘোষণার পর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামসহ শিক্ষকেরা ছুটে আসেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার কাছে। এ সময় প্রতিষ্ঠাতা ইউছুফ হারুন শিক্ষক ও শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তখন এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়।

হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ‘শিক্ষকদের নিরলস পরিশ্রম-নিবিড় তদারকি এবং শিক্ষার্থীদের নিরন্তর প্রচেষ্টায় আজ হামদর্দ পাবলিক কলেজ সমগ্র বাংলাদেশে অসাধারণ চমক দেখিয়েছে। ভবিষ্যতেও এই সাফল্য অব্যাহত রেখে সৎ ও যোগ্য মানুষ তৈরির প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।’ 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোমালিয়ার দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আসিফ এস মিজান, হামদর্দের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।

সমুদ্রের বাতাসে স্বাস্থ্যের বার্তা

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট

নতুন বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জ্ঞান, নৈতিকতা এবং উৎকর্ষের ধারায় তিন দশকের গৌরবময় অগ্রযাত্রা

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের