হোম > শিক্ষা > ক্যাম্পাস

চার কিশোরের স্বর্ণপদক জয়

ইলিয়াস শান্ত

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ষষ্ঠ ওয়ার্ল্ড ইনোভেনশন কমপিটিশন অ্যান্ড এক্সিবিশনে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের চার কিশোর। মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয় ও ইন্দোনেশিয়ার ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন (আইওয়াইএসএ) যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। গত ২১ থেকে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে এ প্রতিযোগিতা। এতে বিশ্বের ১৫টি দেশের প্রায় ৩০০টি উদ্ভাবক দল অংশ নিয়েছিল।

বাংলাদেশি শিক্ষার্থীদের এই দলে ছিল হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের তিন শিক্ষার্থী—মো. ত্ব–সীন ইলাহি, এম ডি আব্দুস সিয়াম ও আহনাফ শাহরিয়ার; অন্যজন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের এল এম  মাহির লাবিব। বাংলাদেশের দলনেতা ছিলেন 
ত্ব-সীন ইলাহি। এই দলের পরামর্শক ছিলেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ইয়াহইয়া আহমেদ শরীফ।

এ প্রতিযোগিতায় বাংলাদেশ দল সেকেন্ডারি ক্যাটাগরিতে অংশ নিয়ে ‘সেফ ড্রাইভিং সিস্টেম ২.০’ নামের একটি প্রজেক্ট উপস্থাপন করে। তাদের উদ্ভাবনী প্রকল্পটি পরিবহন খাতে নিরাপত্তা বাড়াতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছিল। দলটি জানিয়েছে, প্রজেক্টটি বিশেষত বাংলাদেশের মতো দেশে সড়ক দুর্ঘটনার উচ্চ হার কমানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বাংলাদেশ দলের উদ্ভাবনী চিন্তাধারা এবং প্রযুক্তিগত উৎকর্ষের জন্য বিশেষ পুরস্কার হিসেবে ‘মালয়েশিয়া ইনোভেশন, ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভ অ্যাসোসিয়েশন’ (এমআইআইসিএ) পুরস্কারও লাভ করে।

দলের পরামর্শক ইয়াহইয়া আহমেদ শরীফ বলেন, ‘এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা তাদের মেধা ও দক্ষতা প্রমাণের সুযোগ পায়।’

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক