হোম > শিক্ষা > ক্যাম্পাস

আইইউবিএটিতে নতুন শিক্ষার্থীদের জন্য ইংরেজি কোর্স চালু

‘ফল ২০২৪ সেমিস্টারে’ ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য প্রি ইউনিভার্সিটি ইংলিশ কোর্স চালু করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। গতকাল শনিবার প্রি ইউনিভার্সিটি ইংলিশ কোর্সের উদ্বোধন ক্লাস অনুষ্ঠিত হয়। 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউবিএটির উপাচার্য আব্দুর রব ও কোষাধ্যক্ষ সেলিনা নার্গিস। আইইউবিএটিতে প্রি ইউনিভার্সিটি ইংলিশ কোর্স নতুন শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মধ্যে ব্যবধান কমানোর জন্য ডিজাইন করা হয়েছে। এক মাসের কোর্সের লক্ষ্য হলো ইংরেজিতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো। 

কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস বলেন, ‘আইইউবিএটির প্রি ইউনিভার্সিটি ইংলিশ কোর্সটি এক মাস মেয়াদি ইংরেজি ভাষা শিক্ষার কোর্স, যা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কোর্সগুলোর আগেই সম্পন্ন করতে হবে। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা স্বাধীন ও সক্রিয়ভাবে শেখার দক্ষতা অর্জন করবেন, যা তাঁদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সফল হতে সহায়তা করবে।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের দেশের জন্য সম্পদ হিসেবে গড়ে তুলতে যা কিছু করা দরকার, তা আইইউবিএটি করবে।’ 

উপাচার্য আব্দুর রব বলেন, ‘উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মধ্যে অনেকেরই ইংরেজি ভাষায় যোগাযোগের দক্ষতা কম থাকে। বিশ্ববিদ্যালয়ের চাহিদা আর বাস্তবতায় থাকে বিস্তর ফারাক। তাই আমরা আমাদের শিক্ষার্থীদের ভিত্তি মজবুত করে গড়ে তুলব বলেই প্রি ইউনিভার্সিটি ইংলিশ কোর্স চালু করেছি।’ 

উদ্বোধন ক্লাস পরিচালনা করেন ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের সহযোগী অধ্যাপক সাদেকুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক ফরহাদ হোসেন। ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের চেয়ারম্যান মোমতাজুর রহমান এবং ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের উপদেষ্টা বিজয় লাল বসু উপস্থিত ছিলেন। 

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির যাত্রা শুরু হয় ১৯৯১ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও আইবিএর সাবেক পরিচালক শিক্ষাবিদ প্রফেসর এম আলিমউল্যা মিয়ান স্বনামধন্য এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে লাগাতার অবস্থানের ডাক

ঢাকা বিশ্ববিদ্যালয় খুলবে ২৮ ডিসেম্বর, অনলাইন ক্লাস বন্ধ হবে তার আগেই

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ ডিসেম্বর

সায়মা হলের ১০ বছর পূর্তি উদ্‌যাপন করল আইইউবি

বড় ভূমিকম্পের আশঙ্কা, প্রস্তুত থাকা জরুরি

আবৃত্তির পাঠশালা ‘শব্দকুঞ্জ’

পড়েছেন ফুল-স্কলারশিপে, ব্র্যাকের তাবাসসুম হলেন গোল্ড মেডেলিস্ট

এনএসইউর ডায়ালগ আয়োজন

এমবিবিএসে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০ জনকে সম্মাননা দিল ইউনিভার্সেল মেডিকেল

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্প্রিং-২০২৬ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত