হোম > শিক্ষা > ক্যাম্পাস

সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন ওয়েবসাইট উদ্বোধন

সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটের উদ্বোধন করেন। নতুন ওয়েবসাইট বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে উল্লেখ করেন রেজাউল করিম। 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান এনায়েতুর রহমান, বোর্ড সদস্য নিয়াজ আহমেদ, উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক এম. মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার, ডিনরা, একাডেমিক ও প্রশাসনিক বিভাগের প্রধানেরা এবং আইটি বিভাগের বিভিন্ন সদস্য। 

অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জানান। এরপর উপ-উপাচার্য অধ্যাপক এম. মোফাজ্জল হোসেন নতুন ওয়েবসাইটের বৈশিষ্ট্য ও ব্যবহার নিয়ে বিশদ বর্ণনা দেন। নতুন এই সাইট একটি গতিশীল ও কার্যকর যোগাযোগ প্ল্যাটফরম হিসেবে কাজ করবে বলে তিনি অভিহিত করেন। 

ওয়েবসাইটটি বিভিন্ন স্টেকহোল্ডারের জন্য একটি কেন্দ্রীয় তথ্যভান্ডার হিসেবে কাজ করবে, যেখানে একাডেমিক প্রোগ্রাম, গবেষণা উদ্যোগ, ক্যাম্পাস লাইফ, ভর্তি সম্পর্কিত তথ্যসহ আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এটি সম্ভাব্য ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সাবেক শিক্ষার্থী এবং বিভিন্ন স্টেকহোল্ডারের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে। 

এই নতুন ওয়েবসাইট সাউথইস্ট ইউনিভার্সিটি প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে এর কমিউনিকেশন শক্তিশালী করার, স্টেকহোল্ডারদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার এবং বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

জবির ভর্তি পরীক্ষা শুরু শনিবার

এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা ২০২৫-এ সেরা আইইউবি থিয়েটার

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ কনফারেন্স ২০২৫ শুরু