হোম > শিক্ষা > ক্যাম্পাস

শীতার্ত মানুষের পাশে পিসিআইইউ পাঠকবন্ধু

তারানা তানজিনা মিতু

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ভাসমান শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন পিসিআইইউ পাঠকবন্ধুরা।

শীতের তীব্রতা যখন বাড়ছে, তখন সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) পাঠকবন্ধু শাখা। ১৬ জানুয়ারি রাতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ভাসমান শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন পিসিআইইউ পাঠকবন্ধুরা।

লালদীঘি, সিনেমা প্যালেস, ডিসি হিল ও সিআরবি এলাকার পথে পথে ঘুরে ভাসমান শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন বন্ধুরা। পিসিআইইউ পাঠকবন্ধুর আহ্বায়ক আরিফুল ইসলাম তামিম বলেন, ‘রেলওয়ে স্টেশনের পাশে খোলা আকাশের নিচে হাজারো ছিন্নমূল মানুষ শীতের কষ্টে মানবেতর জীবন যাপন করছে। এই উদ্যোগ তাদের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতার প্রকাশ। তরুণ প্রজন্মের উচিত এমন উদ্যোগে এগিয়ে আসা।’

পাঠকবন্ধু আবদুল মোমিন সিকদার বলেন, ‘রাত ১০টা থেকে আমরা শীতবস্ত্র বিতরণ শুরু করেছি, যেন রাস্তার ধারে রাত কাটানো শীতার্তরা সহায়তা পায়। তাদের মুখের হাসি আমাদের অনুপ্রেরণা দেয়।’

সিফাত উল্লাহ ফারুকী বলেন, ‘কনকনে শীতের রাতে শীতবস্ত্র পেয়ে ভাসমান শীতার্তরা ভীষণ খুশি। তাদের খুশিমুখ দেখে আমাদের প্রচেষ্টা সার্থক মনে হয়েছে।’

পাঠকবন্ধু আয়ান বিন ইমন বলেন, ‘দীর্ঘ পরিকল্পনার পর আজকের এই উদ্যোগ সফল করতে পেরে আমরা আনন্দিত।’

এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন পিসিআইইউ পাঠকবন্ধুর সদস্য নূর ইসলাম রাব্বি, লালফেল পাংখোয়া, আবদুল মোনেম সিদ্দিকসহ অনেকে।

পিসিআইইউ পাঠকবন্ধুর এই উদ্যোগ শুধু শীতার্তদের পাশে দাঁড়ানোর প্রয়াস নয়, এটি একটি বার্তা—আমরা সবাই মিলে এগিয়ে এলে সমাজের অসহায় মানুষের জীবন একটু হলেও সহজ হতে পারে।

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

জবির ভর্তি পরীক্ষা শুরু শনিবার

এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা ২০২৫-এ সেরা আইইউবি থিয়েটার

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ কনফারেন্স ২০২৫ শুরু