হোম > শিক্ষা > ক্যাম্পাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ইন্ডিজেনাস ফুড অ্যান্ড কালচারাল এক্সিবিশন

সুদীপ চাকমা

পাহাড় বা সমতলের বিভিন্ন জাতিসত্তার মানুষের সংস্কৃতি, জীবনযাত্রা ও খাবারের বৈচিত্র্য তুলে ধরতে কুমিল্লায় প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘ইন্ডিজেনাস ফুড অ্যান্ড কালচারাল এক্সিবিশন-২০২৪ ’।

২০ ফেব্রুয়ারি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্র সংসদের উদ্যোগে এ প্রদর্শনের আয়োজন করা হয়। এতে প্রদর্শন করা হয় চাকমাদের ঐতিহ্যবাহী পোশাক পিনোন-হাদি, হুত্তি, হুল্লি এবং মানচিত্রে বাংলাদেশে অবস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অবস্থান। পাশাপাশি প্রদর্শন করা হয় চাকমা, মারমা ও ত্রিপুরাদের জনপ্রিয় খাবারের সমাহার, যা জুম থেকে উৎপাদিত চাল, সবজি ও শুঁটকিসহ নানা উপকরণ দিয়ে তৈরি করা হয়। সেই সঙ্গে এক্সিবিশনের একপাশে প্রদর্শন করা হয় ফটো কনটেস্টে অংশগ্রহণকারী চিত্রগ্রাহকদের পাঠানো ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনযাত্রার সঙ্গে সম্পৃক্ত ৫০ টির বেশি স্থিরচিত্র।

প্রদর্শনীতে মূল আকর্ষণ ছিল মারমাদের ঐতিহ্যবাহী খাবার ‘মুন্ডি’। এ ছাড় প্রদর্শনীতে ত্রিপুরাদের বিভিন্ন খাবারের মধ্যে ছিল ওয়ান পুংজাক, ওয়ান বেলাপ, মাইসি দিয়ে তৈরি পায়েস, বুট সংজাক, থাইপং, থাবুচুক, ওয়ান বুদু ও মকাম বা ভুট্টা।

চাকমাদের খাবারের মধ্যে ছিল পাজন, পাহাড়ি বিন্নি চালের পায়েস, দুই ধরনের কলা পিঠা, ব্যাম্বো চিকেন ও চিকেন লাক্সু। 
এই আয়োজন নিয়ে থিয়েটার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হান্নান রহিম জানান, ‘এ হলো পাহাড়ে বসবাসরত মানুষের সংগ্রামী জীবন নিয়ে ছবি প্রদর্শনী। এ রকম অনুষ্ঠান প্রতিবছর আরও বড় পরিসরে হোক সে আশাই করছি।’ 

আদিবাসী ছাত্র সংসদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইতু চাকমা জানান, ‘এই আয়োজন মূলত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য ছিল বাঙালিদের পাশাপাশি আমাদের দেশে যে আরও অনেক জাতিসত্তার মানুষ রয়েছেন, তা জানান দেওয়া। যাঁদের রয়েছে নিজস্ব ভাষা ও যুগ যুগ ধরে লালিত স্বীয় সংস্কৃতি। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনযাত্রা স্থিরচিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে অনেকের মনে যে ভ্রান্ত ধারণা থাকে, তা দূর হয়।’

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে লাগাতার অবস্থানের ডাক

ঢাকা বিশ্ববিদ্যালয় খুলবে ২৮ ডিসেম্বর, অনলাইন ক্লাস বন্ধ হবে তার আগেই

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ ডিসেম্বর

সায়মা হলের ১০ বছর পূর্তি উদ্‌যাপন করল আইইউবি

বড় ভূমিকম্পের আশঙ্কা, প্রস্তুত থাকা জরুরি

আবৃত্তির পাঠশালা ‘শব্দকুঞ্জ’

পড়েছেন ফুল-স্কলারশিপে, ব্র্যাকের তাবাসসুম হলেন গোল্ড মেডেলিস্ট

এনএসইউর ডায়ালগ আয়োজন

এমবিবিএসে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০ জনকে সম্মাননা দিল ইউনিভার্সেল মেডিকেল

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্প্রিং-২০২৬ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত