হোম > শিক্ষা > ক্যাম্পাস

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের প্রস্তুত থাকতে হবে: চাঁবিপ্রবি উপাচার্য

শিক্ষা ডেস্ক

বিজয় দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক পেয়ার আহম্মেদ।

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য অধ্যাপক পেয়ার আহম্মেদ। সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

চাঁবিপ্রবি উপাচার্য বলেন, ‘আমরা যেন সব সময় ন্যায়ের পথে চলি। কারও প্রতি জুলুম না করি। আমাদের সবার দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ থাকতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের স্টাফ মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মো. বাইজীদ আহম্মেদ রনি। স্বাগত বক্তব্য দেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষক সুস্মিতা কর। শুভেচ্ছা বক্তব্য দেন মো. তাহমিদুল ইসলাম, ফারুক-ই-আজম, সাদিয়া ফারহানা এনি প্রমুখ।

বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে উপাচার্য মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ করা বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ‘তাঁদের অকুতোভয় সংগ্রাম যুগে যুগে প্রেরণা জুগিয়েছে’। এ সময় উপাচার্য জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে লাগাতার অবস্থানের ডাক

ঢাকা বিশ্ববিদ্যালয় খুলবে ২৮ ডিসেম্বর, অনলাইন ক্লাস বন্ধ হবে তার আগেই

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ ডিসেম্বর

সায়মা হলের ১০ বছর পূর্তি উদ্‌যাপন করল আইইউবি

বড় ভূমিকম্পের আশঙ্কা, প্রস্তুত থাকা জরুরি

আবৃত্তির পাঠশালা ‘শব্দকুঞ্জ’

পড়েছেন ফুল-স্কলারশিপে, ব্র্যাকের তাবাসসুম হলেন গোল্ড মেডেলিস্ট

এনএসইউর ডায়ালগ আয়োজন

এমবিবিএসে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০ জনকে সম্মাননা দিল ইউনিভার্সেল মেডিকেল

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্প্রিং-২০২৬ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত