হোম > শিক্ষা > ক্যাম্পাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়: নবীন শিক্ষার্থীদের পদচারণে মুখর

মোহাম্মদ রাজীব, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় বলতে ভেসে ওঠে হাজারো তারুণ্যের স্বপ্নময় মুখ। স্বপ্নবাজ শিক্ষার্থীদের পদচারণে মুখর ক্যাম্পাস। নবীন শিক্ষার্থীদের আগমন আরও বৈচিত্র্যপূর্ণ করে তোলে প্রতিটি ক্যাম্পাস। ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের আগমনে যেন নব যৌবন ফিরে পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ, কাঁঠালতলা, ব্যাডমিন্টন কোর্ট, মেইন গেট, শহীদ মিনার, কেন্দ্রীয় মাঠ, লাভ ব্রিজসহ প্রতিটি চত্বর এখন নতুনদের উপস্থিতিতে মুখর।

৩ সেপ্টেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। নানা আয়োজনে প্রতিটি বিভাগ তাদের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাঁদের নতুন অধ্যায় শুরু করেছেন।

ইংরেজি বিভাগের নবীন শিক্ষার্থী মায়িশা মৌমি। ক্যাম্পাসজীবন শুরু করে ভীষণ আনন্দিত তিনি। উচ্ছ্বসিত মৌমি জানান, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের অনুভূতি তিনি ভাষায় প্রকাশ করতে পারছেন না।

বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করতে পেরে নবীন শিক্ষার্থীরা আনন্দিত। ক্যাম্পাসের আড্ডায় এখন সেসব গল্পই ঘুরেফিরে আসছে। কেউ কেউ নতুন বন্ধুদের সঙ্গে সেলফি তুলছেন, কেউবা বসে আড্ডায় মেতে উঠছেন। বিশ্ববিদ্যালয়ে আসা এসব নবীন শিক্ষার্থী আগামী দিনের জন্য বুনে চলেছেন স্বপ্নজাল।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় দেশের ২৬তম বিশ্ববিদ্যালয়। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে প্রাচীন শালবনবিহারের কোল ঘেঁষে সালমানপুর গ্রামে বিশ্ববিদ্যালয়টির অবস্থান। শিক্ষা, গবেষণা এবং পঠন-পাঠনে অভূতপূর্ব সাফল্যের জন্য এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ইতিমধ্যে সুনামের অধিকারী হয়েছেন।

‎জকসু নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের ৪ দফা দাবি

খালেদা জিয়ার মৃত্যু: জকসু নির্বাচন পিছিয়ে ৬ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যু: বুধবারের বৃত্তি পরীক্ষা স্থগিত, হবে ৫ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা

‎জকসু নির্বাচন স্থগিত, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

জকসু নির্বাচন: ‎ছাত্রনেতাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিল কমিশন

‎জকসু নির্বাচন: ৬টি মেশিনে ভোট গণনা, ফলাফল দেখা যাবে লাইভে

‎জকসু নির্বাচন: ‎শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্ল্যান ঘোষণা

জকসু নির্বাচন: কাল ভোট, নিরাপত্তা জোরদার

প্রতিষ্ঠার ১৫ বছর পর বুটেক্সে প্রথম সমাবর্তন