হোম > শিক্ষা > ক্যাম্পাস

ড্যাফোডিল শিক্ষার্থীর ‘বাজারদর’ অ্যাপ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাজার দামের সত্যতা নিশ্চিতের লক্ষ্যে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির (ডিআইআইটি) শিক্ষার্থী মো. ইব্রাহিম মোল্লা উদ্ভাবন করেছেন অত্যাধুনিক অ্যাপ ‘বাজারদর’। অ্যাপটি বাজার দামের সত্যতা নিশ্চিতে ভূমিকা পালন করবে।

আজ বুধবার রাজধানীর ধানমন্ডির মিরপুর রোডের ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ অ্যাপের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ‘বাজারদর’ অ্যাপের মাধ্যমে বাজারে বিক্রেতা অতিরিক্ত দাম চাইলে গ্রাহক সহজে সরকার নির্ধারিত মূল্য পরিসর দেখতে পারবেন। এটি ব্যবহারকারীদের সঠিক মূল্য নিশ্চিত করতে সহায়ক এবং অতিরিক্ত দাম থেকে রক্ষা করবে।

আরও জানানো হয়, ইন্টারনেট সংযোগ ছাড়াই আগের ডেটা লোডের মাধ্যমে কাজ করবে অ্যাপটি, তাই গ্রাহকদের জন্য বিশেষভাবে উপযোগী; কোনো সরকারি অর্থ ছাড়াই স্বাধীনভাবে পরিচালিত। বিনা মূল্যে সেবা প্রদান করে থাকে।

অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান। ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির (ডিআইআইটি) অধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অ্যাপটি উপস্থাপন করেন অ্যাপের উদ্ভাবক মো. ইব্রাহিম মোল্লা। বক্তব্য রাখেন—ডিআইআইটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. ইমরান হোসেন, এমবিএ কোর্সের প্রধান মো. ওমর ফারুক ও বিবিএ কোর্সেও প্রধান লক্ষণ চন্দ্র রবি দাস।

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

জবির ভর্তি পরীক্ষা শুরু শনিবার

এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা ২০২৫-এ সেরা আইইউবি থিয়েটার

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ কনফারেন্স ২০২৫ শুরু

‎জবি শিক্ষক সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ২৪ ডিসেম্বর