হোম > শিক্ষা > ক্যাম্পাস

নানা গুণের রাইশা

মাসুদুর রহমান মাসুদ, ঝিকরগাছা (যশোর)

রুবাইয়া জান্নাত রাইশা। ছবি: আজকের পত্রিকা

রুবাইয়া জান্নাত রাইশা, যশোরের ঝিকরগাছা উপজেলার বারবাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। মেধাবী এই শিক্ষার্থী শুধু পড়াশোনায় নয়; চিত্রাঙ্কন, রচনা লেখা, কবিতা আবৃত্তি ও হাতের লেখাতেও সমান পারদর্শী। তার ঝুলিতে রয়েছে শতাধিক পুরস্কার ও সনদ।

রাইশা জীবনে প্রথম চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় ২০২২ সালে, দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময়। করোনাকালে ঘরবন্দী অবস্থায় বাবা-মায়ের ফোনে লুকিয়ে লুকিয়ে ছবি আঁকা দেখে তা সে রপ্ত করে। এরপর ২০২২-২৩ সালে ফুল উৎসব উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম হয়।

চলতি বছর বীর মুক্তিযোদ্ধা আকবর আলী ও শিক্ষক বাবর আলী খান মেধাবৃত্তি-২০২৪ পরীক্ষায় চতুর্থ শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পায় রাইশা। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ের কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সে প্রথম স্থান লাভ করে। এ ছাড়া শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শীর্ষ স্থান অর্জন করে। দ্বিতীয় শ্রেণি থেকে এ পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতায় অসংখ্য কৃতিত্বের জন্য শতাধিক বই, ডায়েরি, মেডেল ও সনদ অর্জন করেছে রাইশা।

বারবাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শাহানারা খাতুন বলেন, ‘রাইশা লেখাপড়ার পাশাপাশি চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও আবৃত্তিতে অত্যন্ত দক্ষ। হাতের লেখা প্রতিযোগিতাতেও তার কৃতিত্ব অনবদ্য।’

রাইশার বাবা সৈয়দ আব্দুর রাজ্জাক রাজু যশোরের ঝিকরগাছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক এবং মা সুরাইয়া আশরাফী শারমিন বারবাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁরা ঝিকরগাছা পারবাজারের বাসিন্দা। দুই ভাই-বোনের মধ্যে ছোট রাইশার স্বপ্ন, ভবিষ্যতে একজন চিকিৎসক হওয়া।

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক

শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয়

ফ্যাশন ও সংস্কৃতির ছন্দে উদ্দীপ্ত বিইউএফটি ক্যাম্পাস

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ২৬তম সমাবর্তন অনুষ্ঠিত