হোম > শিক্ষা > ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্যকেন্দ্র চাই

ফাইজা তাসনিম

বিশ্ববিদ্যালয় বরাবরই শিক্ষার্থীদের কাছে একটি স্বপ্নের জায়গা। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। এর একটি কারণ হতে পারে, কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের চেয়ে সংখ্যা বাড়ানোতে বেশি মনোযোগী।

বিশ্ববিদ্যালয় হওয়া চাই প্রথমত গবেষণার আঁতুড়ঘর। দ্বিতীয়ত, মুক্ত জ্ঞানচর্চার জায়গা। বিশ্ববিদ্যালয় অন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ব্যতিক্রম।

কারণ, এখানে গবেষণা হয়, নতুন জ্ঞান তৈরি হয়। গৎবাঁধা মুখস্থবিদ্যা এখানে চলে না। এমন বিশ্ববিদ্যালয় চাই, যেখানে শুধু পড়াশোনা নয়, যেখানে জীবনে টিকে থাকতে যা যা শেখা প্রয়োজন, তার সবকিছু শেখানো হবে। যেখানে রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষার্থীবান্ধব পরিবেশ থাকবে। সর্বোপরি শিক্ষার্থীরা থাকবেন নিরাপদ। এমন বিশ্ববিদ্যালয় চাই, যেখানে শিক্ষার্থীরা তাঁদের সব প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।

মৌলিক প্রয়োজনগুলো, যেমন পর্যাপ্ত শিক্ষক, মানসম্মত আবাসন, খাবার, নিত্যপ্রয়োজনীয় শিক্ষা উপকরণ—এসবের সংকট থাকবে না।

তা ছাড়া আরেকটি বিষয় না বললেই নয়, তা হলো মানসিক স্বাস্থ্যকেন্দ্র রাখা। যেখানে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে নিয়মিত। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত থাকেন। আর আমাদের দেশে শিক্ষার্থীদের আত্মহত্যার হারও কম নয়। তাই এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া জরুরি।

ফাইজা তাসনিম,শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক

শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয়

ফ্যাশন ও সংস্কৃতির ছন্দে উদ্দীপ্ত বিইউএফটি ক্যাম্পাস