হোম > শিক্ষা > ক্যাম্পাস

বই যাঁর ধ্যানজ্ঞান

যারীন তাসনিম

মেধাবী মুখ মুসাররাত আবির। বই পড়তে ভালোবাসেন, সেই ভালোবাসা থেকে এখন পর্যন্ত পড়ে ফেলেছেন ১৫০০টির বেশি বই! তাঁর ব্যক্তিগত সংগ্রহে রয়েছে ৬ শতাধিক বই, যেগুলো তাঁর পড়ার প্রতি গভীর আগ্রহের প্রমাণ। বইয়ের প্রতি এমন ভালোবাসাই তাঁকে একজন পাঠক, লেখক ও রিভিউয়ার হিসেবে পরিচিতি এনে দিয়েছে।

শুধু বই পড়াই নয়, বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের মেধার স্বাক্ষরও রেখে চলেছেন মুসাররাত আবির। সম্প্রতি আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ক্লাব আয়োজিত ‘বিজটেক কুইজ প্রতিযোগিতায়’ তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি।

মুসাররাতের লেখালেখির শুরু ২০১৭ সালে, ব্লগ ও কনটেন্ট রাইটিংয়ের মাধ্যমে। এরপর তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে ফিচার লেখা শুরু করেন। শুধু লেখালেখি নয়, সরকারি-বেসরকারি নানা প্রকল্পেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। কাজ করেছেন বিভিন্ন এনজিওর সঙ্গে।

পাঠকবন্ধুর সক্রিয় সদস্য মুসাররাত বই পড়ার পাশাপাশি বইয়ের রিভিউ লেখেন অসাধারণ।

বর্তমানে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমেও তিনি যুক্ত। কলেজজীবন থেকে বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত, যা এখনো তিনি অব্যাহত রেখেছেন।

মুসাররাত বলেন, ‘অনেক ইচ্ছা থাকলেও সবকিছুতে সমানভাবে সময় দেওয়া সম্ভব হয় না। তাই আমি ছুটির দিনে আগামী এক সপ্তাহের লেখার তালিকা তৈরি করি এবং খসড়া প্রস্তুত রাখি। আর বই পড়ার জন্য যাতায়াতের সময়টুকু কাজে লাগাই।’

সমুদ্রের বাতাসে স্বাস্থ্যের বার্তা

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট

নতুন বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জ্ঞান, নৈতিকতা এবং উৎকর্ষের ধারায় তিন দশকের গৌরবময় অগ্রযাত্রা

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের