হোম > শিক্ষা

মার্চে যাত্রা শুরু করবে চট্টগ্রামের বিজিএমইএ ইউনিভার্সিটি 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

১৪০ আসন নিয়ে চট্টগ্রামে চালু হচ্ছে পোশাক শিল্পের জন্য বিশেষায়িত বেসরকারি বিশ্ববিদ্যালয়। চলতি বছরের মার্চ মাসের প্রথম দিকে চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (সিবিইউএফটি) নামে ওই প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম শুরু করা হবে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী।

চেয়ারম্যান বলেন, দেশের গতানুগতিক শিক্ষাব্যবস্থা উল্লেখযোগ্য হারে বেকার তরুণ তৈরি করছে। সেখানে থেকে বেরিয়ে কারিগরি শিক্ষা বিস্তারে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা রয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে বিজিএমইএ গুরুত্বের সঙ্গে কাজ করছে। এর অংশ হিসেবে আধুনিক ফ্যাশন টেকনোলজিতে ছাত্রছাত্রীদের প্রশিক্ষিত করতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়।

আগামী ২১ জানুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ বিশিষ্টজনেরা বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

চেয়ারম্যান আরও বলেন, প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়টিতে চারটি বিভাগে ৩৫ জন করে ১৪০ শিক্ষার্থী ভর্তি করানো হবে। একই সঙ্গে আরও একটি অনুষদের অধীনে বিশ্ববিদ্যালয়টিতে দুটি বিভাগ চালুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

জানা গেছে, এর আগে ২০১৩ সালে সিবিআইএফটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠানটি থেকে এরই মধ্যে পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী স্নাতক ডিগ্রি অর্জন করে তৈরি পোশাক শিল্পের ব্যবস্থাপনায় অংশগ্রহণ করছেন। পরবর্তীতে এটিকে বিশ্ববিদ্যালয়ে রূপ দিতে এ উদ্যোগ নেওয়া হয়।

২০২০ সালে বিশ্ববিদ্যালয়টির অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে ২০২২ সালে ২৪ অক্টোবর ভবন স্থাপনের অনুমতি পায় সিবিইউএফটি।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল