হোম > শিক্ষা

বরিশাল বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শিক্ষা বোর্ডের মিলনায়তনে আজ বৃহস্পতিবার এসএসসির ফল ঘোষণা করেন চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী। ছবি: আজকের পত্রিকা

বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫-এ ধস নেমেছে। গত বছরের তুলনায় এ বছর পাসের হার এবং জিপিএ-৫ পেয়েছে প্রায় অর্ধেকের মতো। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে ফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বরিশাল বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন শিক্ষার্থী। অথচ গত বছর পাসের হার ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। ২০২৩ সালে পাসের হার ছিল ৯০ দশমিক ১৮ শতাংশ।

অপরদিকে, ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ১৪৫ জন। ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার পরীক্ষার্থী।

পরিসংখ্যান অনুযায়ী, এ বছর পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট ১ হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪ হাজার ৭০২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৫৪৮ জন এবং ছাত্রী ৪৫ হাজার ১৫৪। তাদের মধ্যে পরীক্ষায় পাস করেছে মাত্র ৪৬ হাজার ৭৫৮ জন।

বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা। প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে ফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএতে এগিয়ে।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, এ বছর গ্রামে ইংরেজি এবং গণিতে বেশি ফেল করেছে। পরীক্ষাও হয়েছে কড়াকড়ি। তাই পাসের হার ও জিপিএ-৫ কমেছে।

‎জকসু নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের ৪ দফা দাবি

খালেদা জিয়ার মৃত্যু: জকসু নির্বাচন পিছিয়ে ৬ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যু: বুধবারের বৃত্তি পরীক্ষা স্থগিত, হবে ৫ জানুয়ারি

‎জকসু নির্বাচন স্থগিত, ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা

জকসু নির্বাচন স্থগিতে দোটানায় শিক্ষার্থীরা

‎জকসু নির্বাচন স্থগিত, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিনা মূল্যের বই: মাধ্যমিকের পাঠ্যবইয়ে ফের বদল, সব বই ছাপা শেষ হয়নি

জকসু নির্বাচন: ‎ছাত্রনেতাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিল কমিশন

‎জকসু নির্বাচন: ৬টি মেশিনে ভোট গণনা, ফলাফল দেখা যাবে লাইভে