হোম > শিক্ষা

চুয়েটের হল খুলছে ২০ অক্টোবর

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চলতি মাসের ২০ অক্টোবর খুলছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) হল। এতে চুয়েটের শিক্ষার্থীরা হলে থেকে পরীক্ষায় অংশ নিতে পারবেন। আজ বুধবার সকালে অনলাইনে চুয়েটের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনলাইনে সভায় সভাপতিত্ব করেন চুয়েটের একাডেমিক কাউন্সিলের সভাপতি ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে একাডেমিক কাউন্সিলের অভ্যন্তরীণ ও বাইরের সদস্যরা অংশগ্রহণ করেন।

সভায় আগামী ২০ অক্টোবর সকাল ৮টায় শুধুমাত্র সমাপনী বর্ষের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। তবে সমাপনী বর্ষের শিক্ষার্থীদের হলে প্রবেশ করার সময় বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, করোনার টিকা গ্রহণের প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। এ ছাড়া সরকারঘোষিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে।

এ সময় বলা হয়, টিকার ন্যূনতম প্রথম ডোজ গ্রহণ না করলে কোনো শিক্ষার্থী হলে প্রবেশ করতে পারবে না। তবে যেসব শিক্ষার্থী টিকা গ্রহণ করতে পারেনি তাঁদের জন্মনিবন্ধন সনদসহ ছাত্রকল্যাণ দপ্তরে যোগাযোগ করতে হবে।

অন্যদিকে সকল বিভাগের লেভেল-৩ টার্ম-২ (১৬ ব্যাচ, শিক্ষাবর্ষ ২০১৮-২০১৯) ও স্থাপত্য বিভাগের লেভেল-৪ টার্ম-২ (১৫ ব্যাচ, শিক্ষাবর্ষ ২০১৮-২০১৯) এর স্থগিতকৃত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। চলতি মাসের ২৮ তারিখে শুধুমাত্র ইউআরপি, স্থাপত্য এবং পিএমই বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৷ এ ছাড়া আগামী ৪ এবং ১১ নভেম্বর সকল বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত: শিক্ষা মন্ত্রণালয়

উপদেষ্টা পরিষদে উঠছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

চীনের হোহাই বিশ্ববিদ্যালয়ে সিএসসি বৃত্তি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

এআইইউবিতে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির প্রতিনিধিদল

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে চলছে ‘অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২৬’