হোম > শিক্ষা

চুয়েটের হল খুলছে ২০ অক্টোবর

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চলতি মাসের ২০ অক্টোবর খুলছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) হল। এতে চুয়েটের শিক্ষার্থীরা হলে থেকে পরীক্ষায় অংশ নিতে পারবেন। আজ বুধবার সকালে অনলাইনে চুয়েটের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনলাইনে সভায় সভাপতিত্ব করেন চুয়েটের একাডেমিক কাউন্সিলের সভাপতি ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে একাডেমিক কাউন্সিলের অভ্যন্তরীণ ও বাইরের সদস্যরা অংশগ্রহণ করেন।

সভায় আগামী ২০ অক্টোবর সকাল ৮টায় শুধুমাত্র সমাপনী বর্ষের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। তবে সমাপনী বর্ষের শিক্ষার্থীদের হলে প্রবেশ করার সময় বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, করোনার টিকা গ্রহণের প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। এ ছাড়া সরকারঘোষিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে।

এ সময় বলা হয়, টিকার ন্যূনতম প্রথম ডোজ গ্রহণ না করলে কোনো শিক্ষার্থী হলে প্রবেশ করতে পারবে না। তবে যেসব শিক্ষার্থী টিকা গ্রহণ করতে পারেনি তাঁদের জন্মনিবন্ধন সনদসহ ছাত্রকল্যাণ দপ্তরে যোগাযোগ করতে হবে।

অন্যদিকে সকল বিভাগের লেভেল-৩ টার্ম-২ (১৬ ব্যাচ, শিক্ষাবর্ষ ২০১৮-২০১৯) ও স্থাপত্য বিভাগের লেভেল-৪ টার্ম-২ (১৫ ব্যাচ, শিক্ষাবর্ষ ২০১৮-২০১৯) এর স্থগিতকৃত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। চলতি মাসের ২৮ তারিখে শুধুমাত্র ইউআরপি, স্থাপত্য এবং পিএমই বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৷ এ ছাড়া আগামী ৪ এবং ১১ নভেম্বর সকল বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়।

‎জকসু নির্বাচন: ‎শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্ল্যান ঘোষণা

যে কারণে সন্তানদের ‘আবৃত্তি’ শেখাবেন

জকসু নির্বাচন: কাল ভোট, নিরাপত্তা জোরদার

প্রতিষ্ঠার ১৫ বছর পর বুটেক্সে প্রথম সমাবর্তন

মধ্য জানুয়ারির আগেই শিক্ষার্থীদের হাতে শতভাগ বই পৌঁছাবে: শিক্ষা উপদেষ্টা

সমুদ্রের বাতাসে স্বাস্থ্যের বার্তা

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট

নতুন বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জ্ঞান, নৈতিকতা এবং উৎকর্ষের ধারায় তিন দশকের গৌরবময় অগ্রযাত্রা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি