বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারত সরকারের পক্ষ থেকে ৫০০ জন বাংলাদেশি শিক্ষার্থী এবং ৫০০ জন সরকারি কর্মকর্তাকে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় আগামী ৩০ এপ্রিল, ২০২২।
এই স্কলারশিপ থেকে শিক্ষার্থীরা মাসিক বৃত্তি পেয়ে যাবে। শিক্ষার্থীদের টিউশন ফি দিতে হবে না। বিভিন্ন রকম অনুদান এবং অ্যাকোমোডেশনের সুবিধা দেওয়া হবে।
আগ্রহী শিক্ষার্থীকে এইচএসসির পর অনার্সে ভর্তি হওয়ার সময় এইচএসসিতে কমপক্ষে ৬০% নম্বর পেতে হবে। অনার্স কমপ্লিট করে মাস্টার্সে আবেদন করার জন্য অনার্সে কমপক্ষে ২.৫ সিজিপিএ পেতে হবে। মাস্টার্স কমপ্লিট করে পিএইচডি করার সময়েও মাস্টার্সে ভালো গ্রেড পেয়ে থাকতে হবে। বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বন্ধুত্বের নিদর্শনস্বরূপ এই স্কলারশিপ ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর জন্য একটি নিবেদিত ওয়েব পোর্টাল: চালু করেছে ভারতীয় হাইকমিশন।