হোম > শিক্ষা

লুক্সেমবার্গ বিশ্ববিদ্যালয়ের বৃত্তি

শিক্ষা ডেস্ক

ইউনিভার্সিটি অব লুক্সেমবার্গ। ছবি: সংগৃহীত

ইউনিভার্সিটি অব লুক্সেমবার্গ বৃত্তি ২০২৫-২৬-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। আবেদন করতে আইইএলটিএসের প্রয়োজন নেই। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধা

বৃত্তিটির জন্য আংশিকভাবে অর্থায়ন করা হবে। স্নাতকোত্তরের শিক্ষার্থীদের উপবৃত্তি হিসেবে ২ বছরে মোট ১০ হাজার ইউরো (বাংলাদেশি টাকায় ১২ লাখ ৭৮ হাজার ৮০০ টাকা) দেওয়া হবে। বৃত্তিটি লুক্সেমবার্গ সরকারের পক্ষ থেকে অর্থায়িত। স্নাতক শিক্ষার্থীদেরও এই বৃত্তির আওতায় আর্থিক সুবিধার ব্যবস্থা রয়েছে। থাকছে আবাসনের ব্যবস্থাও।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

স্নাতকের মধ্যে রয়েছে বিজ্ঞান, প্রযুক্তি ও মেডিসিন অনুষদ; আইন ও অর্থনীতি অনুষদ; মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ। অনুরূপভাবে বিজ্ঞান, প্রযুক্তি ও মেডিসিন অনুষদে স্নাতকোত্তর; আইন ও অর্থনীতি অনুষদ; মানবিক, শিক্ষা এবং সামাজিক বিজ্ঞান অনুষদে অধ্যয়নের সুযোগ রয়েছে।

আবেদনের প্রয়োজনীয় তথ্যসমূহ

ডিগ্রির সার্টিফিকেট ও প্রতিলিপি, পার্সোনাল স্টেটমেন্ট, দুটি রিকোমেন্টেশন লেটার, মোটিভেশন লেটার, কারিকুলাম ভিটা (সিভি), প্রশংসাপত্রের অনুলিপি, পূর্ববর্তী বছরের আয়করের অনুলিপি, পারিবারিক অবস্থা। ইত্যাদি।

আবেদনের যোগ্যতা

ইইউ এবং নন-ইইউ—উভয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন। স্নাতকোত্তরের জন্য প্রার্থীদের স্নাতকে অধ্যয়নের চমৎকার একাডেমিক পারফরম্যান্স থাকতে হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৫

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

এআইইউবিতে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির প্রতিনিধিদল

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে চলছে ‘অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২৬’

মন বসছে না পড়ার টেবিলে? জেনে নাও কারণ

উপসালা বিশ্ববিদ্যালয় বৃত্তি

মহাকাশে চীনা অভিযাত্রীদের সাম্প্রতিক গবেষণা

মালয়েশিয়ার উচ্চশিক্ষা সম্মেলনে ড্যাফোডিলের মো. সবুর খান

২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, সূচি প্রকাশ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার