হোম > শিক্ষা

ইউনিভার্সিটি অব বার্নে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির সুযোগ

শিক্ষা ডেস্ক

ইউনিভার্সিটি অব বার্ন। ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডে ইউনিভার্সিটি অব বার্ন বৃত্তি ২০২৫-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির জন্য বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বৃত্তিটি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য।

বার্ন বিশ্ববিদ্যালয় দেশটির রাজধানী বার্নে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৮৩৪ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্ববিদ্যালয়টিতে ৮টি অনুষদ এবং প্রায় ১৫০টি ইনস্টিটিউটে পাঠদান চলমান রয়েছে। প্রায় ১৯ হাজার শিক্ষার্থী নিয়ে বার্ন বিশ্ববিদ্যালয় সুইজারল্যান্ডের তৃতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এখানে ৫২৯ জন অধ্যাপক রয়েছেন।

সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। জীবনযাত্রার খরচের জন্য মাসিক ভাতা দেওয়া হবে। এ ছাড়া থাকছে আবাসন সহায়তা, স্বাস্থ্যবিমা কভারেজ, ভ্রমণ ভাতা, গবেষণা ও অধ্যয়ন অনুদান। শিক্ষার্থীরা চাইলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আরও সুযোগ-সুবিধাও ব্যবহার করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

আগ্রহী শিক্ষার্থীদের সুইজারল্যান্ডে নাগরিকত্ব থাকা যাবে না। তাঁদের আকর্ষণীয় একাডেমিক ফল থাকতে হবে। যাঁদের স্নাতক ডিগ্রি আছে, তাঁরা মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। যাঁদের মাস্টার্স ডিগ্রি আছে, তাঁরা ডক্টরেট প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। ইংরেজি ভাষা দক্ষতার সনদ দেখাতে হবে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

অনলাইন আবেদনপত্র, পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি, একাডেমিক ট্রান্সক্রিপ্টের স্ক্যান করা কপি, গবেষণা প্রস্তাব (প্রযোজ্য ক্ষেত্রে), আপডেট করা জীবনবৃত্তান্ত বা সিভি, ব্যক্তিগত বিবৃতি ও সুপারিশপত্র।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ ডিসেম্বর, ২০২৫।

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

এআইইউবিতে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির প্রতিনিধিদল

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে চলছে ‘অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২৬’

মন বসছে না পড়ার টেবিলে? জেনে নাও কারণ

উপসালা বিশ্ববিদ্যালয় বৃত্তি

মহাকাশে চীনা অভিযাত্রীদের সাম্প্রতিক গবেষণা

মালয়েশিয়ার উচ্চশিক্ষা সম্মেলনে ড্যাফোডিলের মো. সবুর খান

২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, সূচি প্রকাশ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার