হোম > শিক্ষা

সামাজিক বিজ্ঞান গবেষণা সূচকে ষষ্ঠ খুবি

খুবি প্রতিনিধি

আন্তর্জাতিক মানদণ্ডে সামাজিক বিজ্ঞান বিষয়ে গবেষণা সূচকে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। সম্প্রতি স্পেনের সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং-২০২২-এর প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে। 

সিমাগো ইনস্টিটিউশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছর বিভিন্ন বিষয়ে ১৯টি সূচকে বিশ্বের বিভিন্ন দেশের ৪ হাজার ১২৬টি বিশ্ববিদ্যালয় নিয়ে জরিপ করা হয়েছে। জরিপে সামাজিক বিজ্ঞানবিষয়ক গবেষণা সূচকে বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুবির অবস্থান ষষ্ঠ। এ ছাড়া এই সূচকে বিশ্বের মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৮৩২তম এবং এশিয়ায় ৩৪৬তম। 

একই সঙ্গে এগ্রিকালচারাল অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্স সূচকে দেশের মধ্যে ষষ্ঠ, ব্যবসা ও ব্যবস্থাপনায় ৮ম, রসায়ন, ইঞ্জিনিয়ারিং ও মেডিসিন সূচকে ১০ম, আর্থ অ্যান্ড প্লানেটারি সায়েন্স সূচকে ১১তম, বায়োকেমিস্ট্রি, জেনেটিকস অ্যান্ড মলিকিউলার বায়োলজি সূচকে ১৩তম এবং পরিবেশ বিজ্ঞানে ১৭তম অবস্থানে আছে বিশ্ববিদ্যালয়টি। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস বলেন, ‘বর্তমান উপাচার্য দায়িত্ব নেওয়ার পর থেকে গবেষণায় সবিশেষ জোর দেওয়া হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করতে ইতিমধ্যে এই খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। গত দুই বছর করোনার কারণে আমরা র‍্যাঙ্কিংয়ে কিছুটা পিছিয়ে গেছি। তবে আমরা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকার লক্ষ্য নিয়েই কাজ করছি। আশা করছি দ্রুত ফল পাব।’ 

উল্লেখ্য, স্পেনভিত্তিক সিমাগো ইনস্টিটিউশনস র‍্যাঙ্কিং হলো আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ের প্রতিষ্ঠান। 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত: শিক্ষা মন্ত্রণালয়

উপদেষ্টা পরিষদে উঠছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

চীনের হোহাই বিশ্ববিদ্যালয়ে সিএসসি বৃত্তি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

এআইইউবিতে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির প্রতিনিধিদল

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে চলছে ‘অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২৬’