হোম > শিক্ষা

কৃষি গুচ্ছের চতুর্থ ধাপের চূড়ান্ত ভর্তি ১৮ জুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কৃষিগুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার চতুর্থ অপেক্ষমাণ তালিকা থেকে চূড়ান্ত ভর্তি নেওয়া হবে আগামী ১৮ জুন। প্রাথমিক ভর্তি সম্পন্নকারী প্রার্থীদের প্রাপ্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। এর আগে ভর্তির প্রাথমিক ধাপ শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার।

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন সই এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, চতুর্থ অপেক্ষমাণ তালিকা থেকে প্রাথমিক ভর্তি সম্পন্নকারী প্রার্থীদের আগামী ১৮ জুন তাঁদের প্রাপ্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হতে হবে। সেখানে প্রযোজ্য ভর্তি ফি-এর সঙ্গে পূর্বে জমাকৃত অফেরতযোগ্য ১০ হাজার টাকা সমন্বয় করে এবং মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে ভর্তি বাতিল হবে।

আরও বলা হয়, চতুর্থ অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির কার্যক্রম চূড়ান্ত করার পরও যদি আসন শূন্য থাকে, তবে অটো মাইগ্রেশন সম্পন্ন করে শূন্য আসনের বিপরীতে অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য আসনের তিনগুণ ছাত্র-ছাত্রীর পঞ্চম অপেক্ষমাণ তালিকার ফলাফল আগামী ২০ জুন প্রকাশ করা হবে।

পঞ্চম অপেক্ষমাণ তালিকায় প্রকাশিত ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের আগামী ২২ জুন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বুথে সশরীরে উপস্থিত হয়ে মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র, কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) এবং ভর্তির জন্য নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করতে হবে।

আরও বলা হয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর তারিখ স্ব স্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তীতে ঘোষণা করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে গত ২৬ মে থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম গত ২৮ মে শেষ হয়েছে।

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর: অনিয়ম ধরার কাজ যাঁদের তাঁরাই জড়াচ্ছেন দুর্নীতিতে

জকসু নির্বাচন নিয়ে প্রশাসনের নতুন নির্দেশনা

‎জকসু নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের ৪ দফা দাবি

খালেদা জিয়ার মৃত্যু: জকসু নির্বাচন পিছিয়ে ৬ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যু: বুধবারের বৃত্তি পরীক্ষা স্থগিত, হবে ৫ জানুয়ারি

‎জকসু নির্বাচন স্থগিত, ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা

জকসু নির্বাচন স্থগিতে দোটানায় শিক্ষার্থীরা

‎জকসু নির্বাচন স্থগিত, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিনা মূল্যের বই: মাধ্যমিকের পাঠ্যবইয়ে ফের বদল, সব বই ছাপা শেষ হয়নি