হোম > শিক্ষা

‘বঙ্গবন্ধুকে চিঠি লেখা প্রতিযোগিতার’ আয়োজন করছে ডিইউসিএস

পঞ্চমবারের মত ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ (ডিইউসিএস) এবারেও  আয়োজন করছে ‘বঙ্গবন্ধুকে চিঠি লেখা প্রতিযোগিতা’। শোকের মাস আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য বাঙালির আবেগ, তরুণ প্রজন্মের বঙ্গবন্ধু বিষয়ে জানার প্রয়োজনীয়তার প্রতি দৃষ্টি রেখেই আয়োজন ‘প্রিয় বঙ্গবন্ধু ২০২১’। 

আমাদের স্বাধীনতার মূল নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্য সকল বাঙালির  হৃদয়েই রয়েছে গভীর আবেগ অনুভূতি, শ্রদ্ধা, ভালোবাসা। সেই গ্রথিত অনুভূতি থেকে স্ফুটিত কথাগুলোই চিঠির আকারে প্রকাশ করার সুযোগ করে দিচ্ছে ডিইউসিএস। আগ্রহীরা লিখে পাঠাতে পারেন বঙ্গবন্ধুর প্রতি তাদের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, ভালো লাগা, ভালোবাসা, আক্ষেপ কিংবা অভিযোগের কথা। 

প্রতিযোগিতাটি সকলের জন্য উন্মুক্ত। করোনা পরিস্থিতির জন্য অনলাইনেই অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতাটি। চিঠি পাঠানোর শেষ তারিখ আগামী ১৭ আগস্ট।

ভিন্নধর্মী এই আয়োজন নিয়ে ডিইউসিএস এর সভাপতি হিল্লোল শেখর সমদ্দার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরাধীন মাটিতে ফুটিয়েছিলেন মুক্তির রঙিন ফুল। তিনি সর্ব কালের, সব প্রজন্মের। আজ স্বাধীনতার অর্ধ শতাব্দী পরে এসে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরতে চাই আমরা। জানতে চাই নতুন প্রজন্ম জাতির পিতাকে নিয়ে কি ভাবছে, জাতির পিতা বেঁচে থাকলে তাঁর কাছে কি আশা আকাঙ্ক্ষার  কথা জানাতো এই প্রজন্ম। নতুন প্রজন্মকে মনে করিয়ে দিতে চাই বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক শব্দ। আর এই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের এ আয়োজন।

ডিইউসিএস এর সাধারণ সম্পাদক  শিশির মাহমুদ মোহন বলেন, ‘শরৎ বাবু’ হন কিংবা ‘জাতির পিতা বঙ্গবন্ধু’,  খোলা চিঠিগুলো তাঁদের কাছে পোঁছায় না কখনো। তবুও লিখতে ইচ্ছা করে। জানাতে ইচ্ছা করে মনে পুষে রাখা সুপ্ত ভাবাবেগ। তাই প্রতিবছরের মত এবারও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের আয়োজন বঙ্গবন্ধুর কাছে প্রতীকী চিঠি লেখা প্রতিযোগিতা ‘প্রিয় বঙ্গবন্ধু’।

চিঠি লেখার নিয়মাবলি:

  • সর্বোচ্চ ১ হাজার ৫০০ শব্দের মধ্যে এবং বাংলা ভাষায় লিখতে হবে। 
  • লেখার শেষে নিজের নাম, ঠিকানা, পেশা, প্রতিষ্ঠান, ফোন নম্বর উল্লেখ করতে হবে।
  • প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপ থেকে পাঁচজন এবং সিনিয়র গ্রুপ থেকে পাঁচজনের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।  
  • নির্বাচিত চিঠিগুলো বিভিন্ন প্রকাশনাসহ বিভিন্ন জায়গায় পাঠানোর ব্যাপারে সহযোগিতা করবে ডিইউসিএস।
  • চিঠি সরাসরি ডিইউসিএসের মেইলে ducsbd@gmail.com এ অথবা সংগঠনের ফেসবুক পেইজের ইনবক্সে পাঠানো যাবে।

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

চীনের হোহাই বিশ্ববিদ্যালয়ে সিএসসি বৃত্তি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

এআইইউবিতে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির প্রতিনিধিদল

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে চলছে ‘অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২৬’

মন বসছে না পড়ার টেবিলে? জেনে নাও কারণ

উপসালা বিশ্ববিদ্যালয় বৃত্তি