হোম > শিক্ষা

পরীক্ষার দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষা বর্ষের (৪৬ ব্যাচ) চতুর্থ বর্ষ চূড়ান্ত পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মধ্যে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ৪৬ ব্যাচের শিক্ষার্থীরা এ কর্মসূচির পালন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। এ সময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ফেব্রুয়ারি মাসের মধ্যে তাদের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ করতে হবে। তবেই আমরা বিসিএস পরীক্ষায় বসার সুযোগ পাব। সে ক্ষেত্রে পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে সিন্ডিকেট সভায় পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এ ছাড়া একই ব্যাচের বিগত পরীক্ষাগুলোর ফলাফল প্রকাশের আহ্বান জানানো হয়। 

মানববন্ধনে শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল রনি। এ সময় তিনি বলেন, ‘মহামারিতে ৪৬ ব্যাচের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বারবার তাদের পরীক্ষা দেরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ঠিকমতো ক্লাস-পরীক্ষা নেন না। ফলে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা।’ 

অন্যদিকে স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘পরীক্ষা বিলম্ব হওয়ায় আমাদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ও ভবিষ্যৎ কর্মজীবনে নেতিবাচক প্রভাব পড়বে। স্নাতক সম্পন্ন না হওয়ায় আমাদের সহপাঠীরা চাকরির পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারছে না এবং উচ্চতর শিক্ষার জন্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে পারছে না। ফলে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের মানসিক জটিলতা।’ 

উপাচার্যের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ। এ সময় কয়েকজন সহকারী প্রক্টর উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে রহিমা কানিজ বলেন, ‘আমরা ৪৬ ব্যাচের দাবি সম্পর্কে অবগত হয়েছি। সেগুলো উপাচার্যের কাছে পৌঁছে দেওয়া হবে এবং যথাযথ কর্তৃপক্ষ এব্যাপারে আলোচনা করবেন।’ 

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)