হোম > শিক্ষা

রোমানিয়ান সরকারি বৃত্তি

শিক্ষা ডেস্ক

ছবি: সংগৃহীত

রোমানিয়ান সরকারি বৃত্তি ২০২৫-২৬ এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এই বৃত্তি দেবে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, এমন যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রির অর্জনের সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা

দেশটির সরকারি এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি, সম্পূর্ণ টিউশন ফি ও বিনা মূল্যে আবাসনের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া মাসিক উপবৃত্তি হিসেবে স্নাতকের শিক্ষার্থীদের জন্য থাকছে মাসিক ৬৫ ইউরো, স্নাতকোত্তরের জন্য ৭৫ ইউরো ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য থাকছে ৮৫ ইউরো।

বৃত্তির মেয়াদ

স্নাতক ডিগ্রির মেয়াদ থাকবে ৩-৬ বছর, স্নাতকোত্তরের জন্য থাকবে দেড় থেকে দুই বছর এবং পিএইচডির জন্য থাকবে ৩-৪ বছর।

অধ্যায়নের ক্ষেত্রসমূহ

স্থাপত্য, ভিজ্যুয়াল আর্ট, রোমানিয়ান সংস্কৃতি এবং সভ্যতা, সাংবাদিকতা, রাজনৈতিক ও প্রশাসনিক বিজ্ঞান, প্রকৌশল, সামাজিক এবং মানববিজ্ঞান, প্রযুক্তিগত অধ্যয়ন, তেল ও গ্যাস, কৃষিবিজ্ঞান ও পশু চিকিৎসা।

অধ্যয়নের ভাষা

স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির জন্য শিক্ষার্থীদের রোমানিয়ান ভাষা জানতে হবে। কারণ, দুটি ডিগ্রি দেশটির নিজস্ব ভাষায় পড়ানো হয়। তবে যেসব প্রার্থী রোমানিয়ান ভাষা

জানেন না, তাঁদের ভাষা অধ্যয়নের সুযোগ করে দেওয়া হবে। আর পিএইচডি ডিগ্রির জন্য শিক্ষার্থীরা রোমানিয়ান ছাড়াও অন্য ভাষা নির্বাচন করতে পারবেন।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

আবেদনপত্র, সংশ্লিষ্ট ডিগ্রির সনদ, প্রয়োজনে ইংরেজি, ফ্রেঞ্চ বা রোমানিয়ান ভাষার অভিজ্ঞতা সনদ, পাসপোর্টের কপি, মেডিকেল সার্টিফিকেট, সম্প্রতি তোলা ২ কপি ছবি।

আবেদনের যোগ্যতা

ইউরোপীয় সদস্যরাষ্ট্র ছাড়া বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের রোমানিয়ার নাগরিকত্ব থাকা যাবে না। স্নাতক ও স্নাতকোত্তরের জন্য ৩৫ বছর এবং পিএইচডির জন্য ৪৫ বছরের বেশি বয়স অযোগ্যতা বলে বিবেচিত হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১২ মার্চ ২০২৫।

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

এআইইউবিতে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির প্রতিনিধিদল

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে চলছে ‘অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২৬’

মন বসছে না পড়ার টেবিলে? জেনে নাও কারণ

উপসালা বিশ্ববিদ্যালয় বৃত্তি

মহাকাশে চীনা অভিযাত্রীদের সাম্প্রতিক গবেষণা

মালয়েশিয়ার উচ্চশিক্ষা সম্মেলনে ড্যাফোডিলের মো. সবুর খান

২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, সূচি প্রকাশ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার