হোম > শিক্ষা

অনাবাসিক শিক্ষার্থীদের দখলে হলের বিভিন্ন রুম

ইসলামি বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত ৯ অক্টোবর ইসলামি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলেছে। বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক শিক্ষার্থীদের এক ডোজ টিকা গ্রহণ ও বৈধ ছাত্র হওয়ার ভিত্তিতে হলে থাকতে দেওয়া হচ্ছে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, হল খোলার প্রথম দিনেই এই নিয়মটা মানা হয়। কিন্তু পরের দিন থেকে ছেলেদের প্রায় প্রতিটি হলেই অনাবাসিক শিক্ষার্থীরা আগেই কক্ষে থাকা শুরু করেছে। ফলে বৈধ আবাসিক শিক্ষার্থীদের আবাসন সংকট দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ছেলেদের প্রতিটি হলে অনাবাসিক শিক্ষার্থীরা অবস্থান করছে। এসব শিক্ষার্থীদের অধিকাংশই ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে জড়িত। 

এ বিষয়ে হলে থাকা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এর মধ্যেই মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে এমন শিক্ষার্থীরাও হলে থাকা শুরু করেছেন। 

আবাসিক শিক্ষার্থীরা বলেন, 'এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি একটু কঠোর হতো। তাহলে শিক্ষাজীবন শেষ হওয়ার পরও শিক্ষার্থীরা হলে অবস্থান করত না।' 

এ বিষয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌকীর মাহফুজ বলেন, 'বিশ্ববিদ্যালয়ের হলে অবশ্যই সাধারণ ছাত্ররা থাকবে। এ ক্ষেত্রে প্রশাসন সিদ্ধান্ত নেবে, কারা বৈধ ছাত্র হিসেবে হলে থাকবে, আর কারা হলে থাকবে না।' 

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. রেবা মণ্ডল এ বিষয়ে বলেন, 'হলে হাউস টিউটরদের মাধ্যমে বিভিন্ন ফ্লোর নিয়মিত পরিদর্শন করা হবে। বর্তমানে এটি বেশি করা হবে। এই ধারাবাহিকতায় অছাত্রদের হলে না রাখার বিষয়টিও নিশ্চিত করা হবে।'      

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৬)

জাপানের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত মেক্সট বৃত্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি