হোম > শিক্ষা

চবিতে ভর্তি পরীক্ষা শুরু ২০ আগস্ট, সময়সূচি প্রকাশ

প্রতিনিধি

চট্টগ্রাম: করোনাভাইরাসের সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২ মাস পিছিয়ে সময়সূচি পুনরায় নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধির বিষয় মাথায় রেখে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় তিনটি ইউনিটের পরীক্ষার জন্য দুই দিন করে সময় রাখা হয়েছে।

ভর্তি পরীক্ষার পরিবর্তিত নতুন সময়সূচি-২০ ও ২১ আগস্ট 'বি' ইউনিট, ২২ ও ২৩ আগস্ট 'ডি' ইউনিট, ২৪ ও ২৫ আগস্ট 'এ' ইউনিট ও ২৬ আগস্ট 'সি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৭ আগস্ট উপ-ইউনিট 'বি-১' ও 'ডি-১' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান। তিনি আজকের পত্রিকাকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণের হার বাড়তে থাকায় আমরা ভর্তি পরীক্ষা দুই মাস পিছিয়ে নতুন সময়সূচি প্রণয়ন করেছি। স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে আমরা তিনটি ইউনিটের জন্য দুই দিন করে সময় রেখেছি।

প্রসঙ্গত, এবারের ভর্তি পরীক্ষা ২২ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় ভর্তি পরীক্ষা ২ মাস পেছানো হয়েছে। ভর্তি পরীক্ষায় চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য চূড়ান্তভাবে মোট আবেদন করেছে ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৭ জন শিক্ষার্থী।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৪০ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগ ওঠার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি

কুবিতে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের

‎জকসু নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন জামাল ভূঁইয়া

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা