হোম > শিক্ষা

ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন

মাস্টার্সে ১০ ও পিএইচডিতে ১১০ বৃত্তি

শিক্ষা ডেস্ক

ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বে যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অর্থায়িত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন ১৮৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। ২০২৩ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির অবস্থান বিশ্বে ২১৫তম। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ২৩ হাজার শিক্ষার্থী রয়েছেন। এটি নিউজিল্যান্ডের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়।

সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীদের ১০ হাজার নিউজিল্যান্ড ডলার দেওয়া হবে। এই অর্থে স্নাতকোত্তরের শিক্ষার্থীরা তাঁদের ডিগ্রি সম্পন্ন করতে পারবেন। স্নাতকোত্তরে ১০টি বৃত্তি দেওয়া হবে। পিএইচডি ডিগ্রিতে ২৭ হাজার ৫০০ ডলার দেওয়া হবে। পিএইচডিতে থাকছে ১১০টি বৃত্তি।

আবেদনের যোগ্যতা

স্নাতকোত্তরের জন্য প্রার্থীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। আর পিএইচডির জন্য আবেদন করতে স্নাতকোত্তরের ডিগ্রি থাকতে হবে। প্রার্থী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত হলে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। এ ছাড়া বৃত্তির অন্যান্য যেকোনো শর্ত প্রার্থীদের পূরণ করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

পূর্ববর্তী ডিগ্রির ট্রান্সক্রিপ্ট বা ডিগ্রি সনদ, সর্বাধিক ৫০০ শব্দের ব্যক্তিগত বিবৃতি, ভাষা দক্ষতার সনদ, ওয়েলিংটনের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে শর্তসাপেক্ষ বা শর্তহীন অফার লেটার।

উল্লেখযোগ্য অনুষদ

স্থাপত্য ও নকশা উদ্ভাবন অনুষদ, স্কুল অব বিজনেস অ্যান্ড গভর্নমেন্ট, শিক্ষা অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদ, গবেষণা অনুষদ, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, বিজ্ঞান অনুষদ ও স্বাস্থ্য অনুষদ।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ আগস্ট ২০২৫।

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)