হোম > শিক্ষা

বিদেশে উচ্চশিক্ষা: অস্ট্রেলিয়ায় গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের সুযোগ

শাহ বিলিয়া জুলফিকার

বর্তমানে শিক্ষার্থীরা যেসব দেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহ প্রকাশ করে তার মধ্যে অন্যতম হলো অস্ট্রেলিয়া। বাংলাদেশের অনেক শিক্ষার্থীই পছন্দের শীর্ষে রাখছে দেশটিকে। অস্ট্রেলিয়াতেও বিভিন্ন শিক্ষাবৃত্তি চালু রয়েছে। এরই ধারাবাহিকতায় মেলবোর্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দিচ্ছে গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ। বৃত্তির সুযোগ অর্জনের উদ্দেশে আবেদন করতে পারবেন বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা। 

বৃত্তির সংখ্যা: মোট ৬০০টি সিট আছে। রয়েছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়ার সুযোগ। 
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর, ২০২৩। 
স্কলারশিপের সুযোগ-সুবিধা: সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হবে। প্রতিবছর আবাসন ভাতা হিসেবে ৩৪ হাজার ৪০০ ডলার দেওয়া হবে। আর আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্থানান্তর অনুদান হিসাবে ৩ হাজার ডলার দেওয়া হবে। রয়েছে স্বাস্থ্যবিমা সেবা। 

শিক্ষাগত যোগ্যতা: এই বৃত্তির জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীকে স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাস হতে হবে। পাশাপাশি একাডেমিক ফল অবশ্যই ভালো হতে হবে। তা ছাড়া বৃত্তির জন্য আবেদনকারীকে ইংরেজি ভাষায় পারদর্শী হওয়াও জরুরি। 
আবেদনের প্রক্রিয়া: গ্র্যাজুয়েট রিসার্চ কোর্সের জন্য নির্বাচিত হওয়ার পর স্নাতক অথবা পিএইচডির জন্য আবেদন করলে, স্বয়ংক্রিয়ভাবে বিবেচনা করা হবে এবং আবেদনের ১০ দিনের মধ্যেই স্কলারশিপ বার্তা পাঠানো হবে। আবেদনকারী মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট রিসার্চ কোর্সের জন্য নির্বাচিত হওয়ার পর স্নাতক অথবা পিএইচডির জন্য গবেষণা ডিগ্রিতে আবেদন করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে। স্কলারশিপ ও আবেদনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন এই লিংকে দেওয়া বিজ্ঞপ্তিতে। 

গ্রন্থনা: শাহ বিলিয়া জুলফিকার

সমুদ্রের বাতাসে স্বাস্থ্যের বার্তা

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট

নতুন বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জ্ঞান, নৈতিকতা এবং উৎকর্ষের ধারায় তিন দশকের গৌরবময় অগ্রযাত্রা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে অর্থায়িত বৃত্তি

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

আইইএলটিএস পরীক্ষায় কেন পিছিয়ে শিক্ষার্থীরা

মার্টিন লুথার কিং সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর