হোম > শিক্ষা

প্রথমবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রথমবারের মতো পরীক্ষায় অংশগ্রহণ করে এইচএসসির ফলাফলে শতভাগ উত্তীর্ণ হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এ কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা ৫৬ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন। 

আজ রোববার কলেজের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২০ জন। 

বিজ্ঞান বিভাগের ১২ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬ জন, ব্যবসায় শিক্ষায় ৩০ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯ জন ও মানবিক বিভাগের ১৪ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন। 

বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, প্যাসিফিক জিন্স গ্রুপের কর্ণধার সীতাকুণ্ডের প্রয়াত শিল্পপতি মোহাম্মদ নাসির উদ্দিনের ব্যক্তিগত অর্থায়নে ২০২১ সাল থেকে উচ্চবিদ্যালয়ের পাশাপাশি কলেজ চালু করা হয়। চলতি বছরে এ কলেজ থেকে প্রথমবারের মতো ৫৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এতে তিন বিভাগে ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। 

এইচএসসিতে শতভাগ সাফল্য অর্জনের জন্য বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজের সব শিক্ষক-শিক্ষিকা, কৃতকার্য শিক্ষার্থী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিবাদন জানান তিনি। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা আলম সরকার বলেন, এবার সীতাকুণ্ডের একটি সরকারি ও ৬টি বেসরকারি কলেজসহ মোট ৭টি কলেজের ২ হাজার ১৯৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তার মধ্যে ১ হাজার ৩৫১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এতে জিপিএ-৫ পেয়েছেন ৫৭ জন। 

তবে বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রথমবারের মতো পরীক্ষায় অংশগ্রহণ করা ৫৬ জন শিক্ষার্থীর সবাই শতভাগ উত্তীর্ণ হয়েছে। এতে ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। 

এদিকে বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজের শতভাগ শিক্ষার্থীর উত্তীর্ণ হওয়ায় আনন্দ প্রকাশের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষক-শিক্ষিকা, কৃতকার্য শিক্ষার্থী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিবাদন জানিয়েছেন বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী।

জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৪০ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগ ওঠার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি

কুবিতে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের

‎জকসু নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন জামাল ভূঁইয়া

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

‎জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর