হোম > শিক্ষা

অধ্যক্ষের পরামর্শ: চাই দৃঢ় মনোবল

মো. মাহবুবুর রহমান মোল্লা

প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, ৩০ এপ্রিল তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আশা করছি তোমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এ প্রস্তুতি আরও এগিয়ে রাখতে পরীক্ষা সম্পর্কে বিস্তারিত এবং শেষ সময়ের প্রস্তুতি নিয়ে তোমাদের জন্য থাকছে ‘এসএসসি পরীক্ষা-২০২৩ বিশেষ প্রস্তুতি সংখ্যা’।

প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আমার অকৃত্রিম স্নেহ ও দোয়া রইল। আশা করি, আসন্ন পরীক্ষায় তোমরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে। বিশ্রাম ও শরীরের যত্ন বজায় রেখে যথাসম্ভব পাঠ কার্যক্রম চালিয়ে যাও। বিশ্বাস রাখো, পরীক্ষা খুব ভালো হবে। দুর্ভাবনা পরীক্ষা খারাপ হওয়ার কারণ হতে পারে। তাই কোনো দুশ্চিন্তা নয়, আনন্দিত মনে পরীক্ষা সম্পন্ন করো। মনে রেখো, দৃঢ় মনোবল পরীক্ষা ভালো হওয়ার শর্ত। অতএব পরীক্ষাকালীন আত্মবিশ্বাস চাই, মনোবল চাই।

পরীক্ষা আরম্ভ হওয়ার পূর্বে এবং পরীক্ষা চলাকালীন বিষয় শিক্ষকদের সঙ্গে যথাসম্ভব যোগাযোগ রাখো এবং তাঁদের পরামর্শ নাও। এই তৎপরতা পরীক্ষাপর্ব সফল করবে। পরীক্ষায় প্রশ্নের উত্তর লেখায় পরিমিতিবোধ জরুরি বিষয়। কত নম্বরের জন্য কতটুকু লিখছ ও কত নম্বরের উত্তর লিখতে কতটা সময় ব্যবহার করছ, সেদিকে খুব সচেতন থাকা দরকার। একটির উত্তর দীর্ঘ করতে গিয়ে পরেরটির উত্তর যেন খুব সংক্ষিপ্ত হয়ে না পড়ে। পরীক্ষায় যুক্তিজ্ঞান ও বুদ্ধিমত্তার ব্যবহার পরীক্ষার্থীকে কামিয়াব করে। 

পরীক্ষা আরম্ভ হওয়ার দু-তিন দিন আগেই পরীক্ষাসামগ্রী, যেমন প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, প্রয়োজনীয়সংখ্যক বলপয়েন্ট পেন, মার্কার, পেনসিল, রুলার, ইরেজার ব্যাগে গুছিয়ে রাখবে। পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে রওনা দেবে।

অভিভাবকদের অনুরোধ করব, পরীক্ষার্থী সন্তানের মন খারাপ হয়—এমন মন্তব্য ও সাবধানি সংকেত থেকে বিরত থাকবেন। তাদের আশা দিন, ভরসা দিন। তারা পরীক্ষায় সন্তোষজনক ফল অর্জন করবে, এমন আস্থা তাদের সামনে ব্যক্ত করুন। প্রিয় পরীক্ষার্থীরা, সানন্দে পরীক্ষায় অবতীর্ণ হও। তোমাদের সর্বাঙ্গীণ কল্যাণ হোক। 

মো. মাহবুবুর রহমান মোল্লা, অধ্যক্ষ, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা

আইইএলটিএস পরীক্ষায় কেন পিছিয়ে শিক্ষার্থীরা

মার্টিন লুথার কিং সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

আমিরাতে খলিফা বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৪০ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগ ওঠার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি

কুবিতে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত