হোম > শিক্ষা

ইউনিভার্সিটি অব গুয়েলফ প্রেসিডেন্টস বৃত্তি

শিক্ষা ডেস্ক

প্রতীকী ছবি

কানাডায় ইউনিভার্সিটি অব গুয়েলফ প্রেসিডেন্টস বৃত্তি ২০২৫-২৬-এর আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দেশটির সবচেয়ে মর্যাদাপূর্ণ বৃত্তি। আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

ইউনিভার্সিটি অব গুয়েলফ দেশটির একটি গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি ১৮৭৪ সালে অন্টারিও অ্যাগ্রিকালচারাল কলেজ, ১৯০৩ সালে ম্যাকডোনাল্ড ইনস্টিটিউট ও ১৯২২ সালে অন্টারিও ভেটেরিনারি কলেজ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এরপর ১৯৬৪ সালে ইউনিভার্সিটি অব গুয়েলফ হিসেবে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।

সুযোগ-সুবিধা: ইউনিভার্সিটি অব গুয়েলফ প্রেসিডেন্টস বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নানা সুযোগ-সুবিধা রয়েছে। এর মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের ৪২ হাজার ৫০০ ডলার (৫১ লাখ ৩৫ হাজার ৫৫৩ টাকা) দেওয়া হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের অধীনে গবেষণা সহকারী ও মেন্টরশিপ পদে কাজের সুযোগ রয়েছে।

অধ্যয়নের ক্ষেত্র: ফলিত বিজ্ঞান, ব্যাচেলর অব আর্টস, বায়োরিসোর্স ম্যানেজমেন্ট, ব্যাচেলর অব কমার্স, ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, আর্কিটেকচার, এনভায়রনমেন্টাল সায়েন্সে স্নাতক ও ভেটেরিনারি মেডিসিন।

আবেদনের যোগ্যতা: বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের যেকোনো স্নাতক প্রোগ্রামে ভর্তি হতে হবে। বৃত্তির অন্যান্য শর্ত পূরণ করতে হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ২৭ জানুয়ারি ২০২৫।

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

এআইইউবিতে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির প্রতিনিধিদল

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে চলছে ‘অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২৬’

মন বসছে না পড়ার টেবিলে? জেনে নাও কারণ

উপসালা বিশ্ববিদ্যালয় বৃত্তি

মহাকাশে চীনা অভিযাত্রীদের সাম্প্রতিক গবেষণা

মালয়েশিয়ার উচ্চশিক্ষা সম্মেলনে ড্যাফোডিলের মো. সবুর খান

২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, সূচি প্রকাশ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার