ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে হলের প্রদিপ্ত ভবনের আট তলার একটি রুম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে।
হলের আবাসিক ছাত্রী মোনালিসা আক্তার জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ভবনের আবাসিক ছাত্রীরা নেমে হলের মাঠে অবস্থান নিয়েছে। দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় ঘটনার ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ওই রুমটি আগে থেকেই বন্ধ ছিল বলে জানিয়েছেন হলের আবাসিক শিক্ষার্থী জান্নাতি শহীদ আশা। শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা শিক্ষার্থীদের।