হোম > শিক্ষা

নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

শিক্ষা ডেস্ক

বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য পছন্দের গন্তব্য নেদারল্যান্ডস। ইউরোপের দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির ব্যবস্থা রয়েছে। তার মধ্যে একটি হলো ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটির বৃত্তি। এ বৃত্তির আওতায় টিউশন ফি ছাড়াও শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।

ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটি হলো নেদারল্যান্ডসের পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত ১৩টি ডাচ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি দ্বিতীয় সর্বকনিষ্ঠ প্রতিষ্ঠান। ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়টিতে ২২ হাজার ৯৭৬ শিক্ষার্থী ছিলেন। যাঁদের মধ্যে ৫৯ শতাংশ ছিলেন নেদারল্যান্ডসের বাইরের শিক্ষার্থী।

সুযোগ-সুবিধা

২৫ মাসের প্রোগ্রামে জীবনযাত্রার ব্যয় মেটাতে ৩০ হাজার ৬২৫ ইউরো (প্রায় ৪০ লাখ ৩ হাজার ২৪৮ টাকা) দেওয়া হবে। ১৩ মাসের প্রোগ্রামে দেওয়া হবে ১৫ হাজার ৯২৫ ইউরো (প্রায় ২০ লাখ ৮১ হাজার ৬৭০ টাকা)। এ ছাড়া টিউশন ফি, ভিসা ফি এবং স্বাস্থ্যবিমার সুযোগ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

আগ্রহী প্রার্থীদের অবশ্যই ২০২৫-২৬ সেশনে ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটির স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করতে হবে। আবেদন করার সময় প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না। আবেদনকারীদের অবশ্যই স্নাতকে ভালো ফলধারী হতে হবে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিক হলে আবেদন করা যাবে না।

আবেদনের পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে বৃত্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১ ফেব্রুয়ারি ২০২৫।

মালয়েশিয়ার উচ্চশিক্ষা সম্মেলনে ড্যাফোডিলের মো. সবুর খান

২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, সূচি প্রকাশ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

নিজেকে বদলানোর জাদুর কাঠি

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাসে শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ