হোম > শিক্ষা

পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিটি করেছে জাককানইবি

প্রতিনিধি

জাককানইবি: অনলাইনে পরীক্ষা গ্রহণের বিষয়ে ভাবছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রয়োজনে আলাদা নীতিমালা করে হলেও পরীক্ষা নেওয়ার হবে। পরীক্ষা নেওয়ার বিষয়ে পরামর্শ দিতে বুধবার (৩০ জুন) কারিগরি কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার কৃষিবিদ ডঃ হুমায়ুন কবির। 

জানা যায়, বুধবার (৩০ জুন) অনলাইন পরীক্ষা গ্রহণের উদ্দেশ্যে ইউজিসি নীতিমালা ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আলোকে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য কারিগরি কমিটি গঠন করা হয়েছে। এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ডঃ হুমায়ুন কবির বলেন, 'ইউজিসির অনলাইন পরীক্ষা নীতিমালার সমন্বয় করে আমরা অনলাইন পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেব। প্রয়োজনে আলাদা নীতিমালা করে হলেও পরীক্ষা নেওয়ার ব্যাপারে আমরা আগ্রহী।' 

হঠাৎ লকডাউন ঘোষণায় চলমান সব পরীক্ষা স্থগিত করেছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। স্থগিত হওয়া এই পরীক্ষা করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে অফলাইন হবে নাকি বিকল্প পদ্ধতিতে অনলাইনে নেওয়া হবে এই নিয়ে তাৎক্ষণিক কোন মতামত প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

প্রসঙ্গত, সোমবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের বাস দিয়ে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের বাড়ি (৮টি বিভাগীয় শহরে) পৌঁছে দেয় জাককানইবি প্রশাসন। তবে স্থগিত হওয়া পরীক্ষা কীভাবে নেওয়া হবে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিয়েই শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেওয়ায় শিক্ষার্থীদের মাঝে অসন্তোষও রয়েছে।

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা