বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২২ সালের এইচএসসি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয়ভিত্তিকসহ চূড়ান্ত ফলাফল আজ সোমবার প্রকাশিত হয়েছে। পাশের হার শতকরা ৬৩ দশমিক ৬০।
পরীক্ষায় নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ছিল ৮৮ হাজার ১০০ জন। তাঁদের মধ্যে পরীক্ষায় অংশ নেন প্রথম ও দ্বিতীয় বর্ষের ৭৫ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী। আর চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী ৩৩ হাজার ৭৪৫ জন শিক্ষার্থীর মধ্যে ২১ হাজার ৪৬১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। এদের মধ্যে ১২ হাজার ৩১৬ জন ছাত্র এবং ৯ হাজার ১৪৫ জন ছাত্রী।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৯৩ জন A+, ২ হাজার ৮৪৪ জন A, ৭ হাজার ৩৩৭ জন A-, ৮ হাজার ৮১ জন B, ৩ হাজার ২৪ জন C ও ৮২ জন D গ্রেডে উত্তীর্ণ হন।
পরীক্ষার বিস্তারিত ফলাফল (www.bou.ac.bd) (gesexam.bou.ac.bd) থেকেও জানা যাবে।