চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছে ১০ হাজার ৩০১ জন শিক্ষার্থী। যা শতকরা হিসেবে মাত্র ২৮ শতাংশ। ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে ফেল করেছেন ২৬ হাজার ৩২৩ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন `ডি' ইউনিটের কো-অর্ডিনেটর ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী।
মুস্তাফিজুর রহমান বলেন, ডি ইউনিটের ফলাফল তৈরি করা হয়েছে। ৩৬ হজার ৬২৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ৩০১ জন। বাকিরা ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে অনুত্তীর্ণ হয়েছেন। পাশের হার ২৮ দশমিক ১৩ শতাংশ। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ১০৩ দশমিক ৫০।
এর আগে গত ৩০ ও ৩১ অক্টোবর প্রতিদিন সকাল-বিকেল দুই পর্বে ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ডি ইউনিটে ১ হাজার ১৬০টি আসনের বিপরীতে ৫৪ হাজার ২৪৯ জন আবেদন করে। তবে সম্মিলিত এই ইউনিটের পরীক্ষায় অংশ নেয় ৩৫ হাজার ৫০২ জন।