হোম > শিক্ষা

ভোকাবুলারির গুরুত্ব

মো. সাজেদুল ইসলাম

ইংরেজিতে ভালো করতে ভোকাবুলারি খুব গুরুত্বপূর্ণ। যে যত ভোকাবুলারি জানে তার জন্য ইংরেজিতে ভালো করা তত সহজ। ভোকাবুলারি বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া খুব কঠিন।

ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয় থেকে  ভোকাবুলারিভিত্তিক বেশ কিছু প্রশ্ন আসে। ভোকাবুলারি জানা থাকলে অনেক সময় ব্যাকরণিক নিয়মগুলোও বুঝতে সুবিধা হয়। অনেক অজানা প্রশ্নের উত্তর সহজেই দেওয়া যায়।

এখন যেহেতু এমসিকিউর পাশাপাশি লিখিত পরীক্ষাও চালু হয়েছে, তাই ভোকাবুলারির গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। কারণ লিখিত অংশে আসা Paragraph, Fill in the gap with clue এবং Sentence Making-এর মতো বিষয়গুলো সম্পূর্ণ ভোকাবুলারিভিত্তিক। আবার শুধু ভোকাবুলারি জানলেই হবে না। কোথায় কোন ভোকাবুলারি ব্যবহার করা উচিত, এটাও জানতে হবে। প্যারাগ্রাফ অংশে ভালো করতে হলে আপনাকে অবশ্যই ইংরেজি ফ্রি হ্যান্ড লেখার অভ্যাস থাকতে হবে। অভ্যাস না থাকলে প্রতিদিন ৩০ মিনিট সময় নিয়ে ফ্রি হ্যান্ড লেখার অভ্যাস করা যেতে পারে। ইংরেজি Sentence Making-এর দক্ষতা বাড়াতে প্রতিদিন নিজের ইচ্ছামতো  নতুন ১৫-২০ ইংরেজি শব্দ নিয়ে বাক্য গঠন করতে পারেন।

ভোকাবুলারি পড়ার নিয়ম

ভোকাবুলারি পড়া একটু বিরক্তিকর। মনে রাখা কঠিন। তারপরও এড়িয়ে যাওয়া যাবে না। ভোকাবুলারি সহজ করে পড়া যায়। আর এ জন্য যা করতে হবে সেগুলো হলো–

১. প্রথমে একটি বই নির্বাচন করুন। নির্বাচিত বইটি শেষ না করে অন্য কোনো ভোকাবুলারির বই পড়বেন না। একেক দিন একেক বই পড়লে ভালো ফলাফল অর্জনের পথ রুদ্ধ হতে পারে।

২. একদিন অনেক ভোকাবুলারি পড়ার চেয়ে প্রতিদিন অল্প অল্প করে পড়তে পারেন। যেমন আপনি একদিন দিনভর ভোকাবুলারি পড়লেন, তারপর ১০ দিন আর পড়লেন না। এমন করলে হবে না। প্রতিদিন এক-দেড় ঘণ্টা সময় নিয়ে ভোকাবুলারি পড়তে পারেন। ধীরে ধীরে বিরক্তি কমে যাবে। মনেও থাকবে বেশি।

দিন প্রতি দেড় ঘণ্টায় ৫০টি পড়তে পারলে ৩০ দিনে ১৫০০ পড়া সম্ভব। প্রতি পাঁচ দিন পর আগের পড়া ভোকাবুলারিগুলো পুনরায় পড়তে হবে। সম্ভব হলে প্রতিদিন ২০ মিনিট সময় নিয়ে আগের দিনের পড়াটা পুনরায় দেখতে পারেন।

৩. লিখে লিখে পড়তে পারেন। এতে বানান ভুল হওয়ার আশঙ্কা কমে যাবে। ফলে স্পেলিং অংশে আপনি ভালো করতে পারবেন।
    এভাবে পড়লে মনে রাখার দক্ষতাও বাড়বে।

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের

‎জকসু নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন জামাল ভূঁইয়া

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

‎জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রইছ ও সম্পাদক ড. ইমরানুল

চীনের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি বৃত্তি

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন

অবসর ভাতায় অনিয়ম, ক্ষতি ১২৫০ কোটি