হোম > শিক্ষা

এইচএসসি পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি ও পরামর্শ 

নাজমুল ইসলাম

আগামীকাল থেকে দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সারা বছর ভালো পড়াশোনা করলেও শেষ মুহূর্তে এসে অনেক শিক্ষার্থী ঘাবড়ে যায়। তাই এ সময় প্রয়োজন যথাযথ কৌশল অবলম্বন করা। পরীক্ষার হলে যাওয়ার আগে এবং হলের করণীয় নিয়ে লিখেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম

পরীক্ষার আগে করণীয়
পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, বলপয়েন্ট কলম, পেনসিল, রাবার, স্কেল ও প্রয়োজনে ক্যালকুলেটর গুছিয়ে নেবে। পাশাপাশি প্রবেশপত্রে দেওয়া পরীক্ষার হলের নিয়মকানুন একবার হলেও আগে পড়ে নিতে হবে। চলমান তাপপ্রবাহের কথা মাথায় রেখে সঙ্গে পানির বোতল ও রুমাল বা টিস্যু রাখতে পার।

পরীক্ষার হলে করণীয়
পরীক্ষার দিন সবার আগে সঠিক সময়ের মধ্যে হলে পৌঁছানো জরুরি। খাতা পাওয়ার পর সতর্কতার সঙ্গে রোল ও রেজিস্ট্রেশন নম্বর, সেট কোডসহ আনুষঙ্গিক সব তথ্য পূরণ করবে। প্রশ্ন পাওয়ার পর সঠিক নিয়ম মেনে সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে। জ্ঞানমূলক প্রশ্নের উত্তর এক লাইনের মধ্যে শেষ করার চেষ্টা করবে। অনুধাবনমূলক প্রশ্নের উত্তরে কোনো অপ্রাসঙ্গিক তথ্য না লিখে জ্ঞানের অংশটুকু ৪ থেকে ৫ লাইনে সঠিকভাবে প্রকাশ করার চেষ্টা করবে। আর প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তরে অবশ্যই চেষ্টা করবে জ্ঞান ও অনুধাবণের মূলভাব ধরে উত্তর লেখার জন্য। প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্নের শেষে অবশ্যই সংশ্লিষ্ট বিশ্লেষণ বা যৌক্তিকতা দিয়ে উত্তর শেষ করবে। সাধারণত প্রয়োগমূলক প্রশ্ন ১০ থেকে ১২ বাক্যে এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ১৪ থেকে ১৮ বাক্যের মধ্যে শেষ করার চেষ্টা করবে।

প্রশ্নের উত্তরের ধারাবাহিকতা বজায় রাখাও খুব জরুরি। মনে রাখবে, পরীক্ষার খাতা সব সময় পরিপাটি রাখার চেষ্টা করবে, লেখায় কাটাকাটি বেশি নম্বর পাওয়ার অন্তরায়। গাণিতিক বিষয়সমূহে গাণিতিক প্রশ্নকে প্রাধান্য দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবে। জীববিজ্ঞান পরীক্ষার প্রশ্নোত্তরে সংশ্লিষ্ট চিত্র অঙ্কন, রসায়ন পরীক্ষায় রাসায়নিক বিক্রিয়া লিখলে ভালো নম্বর পাওয়া যায়। প্রয়োজনে বাস্তবসম্মত উদাহরণ দিতে হবে। সবশেষে পরীক্ষার হলে অবশ্যই মাথা ঠান্ডা রেখে বুঝে–শুনে প্রশ্নের উত্তর করতে হবে। পরীক্ষার শেষে রিভিশন দেওয়ার জন্য সময় রাখতে হবে। তাই আগে থেকেই সময় ব্যবস্থাপনার বিষয়টি খেয়াল রাখতে হবে।

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা