হোম > শিক্ষা

২৮টি গবেষণা কেন্দ্রসমৃদ্ধ বিশ্ববিদ্যালয়

জুবায়ের আহম্মেদ

ইয়র্ক ইউনিভার্সিটি সাধারণভাবে YU নামেও পরিচিত। এটি কানাডার অন্টারিওর টরন্টোতে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি কানাডার চতুর্থ বৃহত্তম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে আনুমানিক ৫৫ হাজার ৭০০ জন শিক্ষার্থী এবং বিশ্বব্যাপী ৩ লাখ ২৫ হাজার প্রাক্তন শিক্ষার্থী রয়েছেন। এটিতে লিবারেল আর্টস অ্যান্ড প্রফেশনাল স্টাডিজ অনুষদ, বিজ্ঞান অনুষদ, ল্যাসোন্ডে স্কুল অব ইঞ্জিনিয়ারিং, শুলিচ স্কুল অব বিজনেস, ওসগুড হল ল স্কুল, গ্লেন্ডন কলেজ, শিক্ষা অনুষদ, স্বাস্থ্য অনুষদ, পরিবেশ ও নগর অনুষদসহ ১১টি অনুষদ রয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে ২৮টি গবেষণাকেন্দ্র।

জুবায়ের আহম্মেদ
কয়েকটি ধাপ অনুসরণ করে ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। ইয়র্ক ইউনিভার্সিটি অথবা অন্যান্য আগ্রহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক অধ্যয়নের জন্য আপনার আবেদন প্রস্তুত করার জন্য গবেষণা এবং পরিকল্পনা প্রয়োজন। কিছু শিক্ষার্থী তাদের আবেদন জমা দেওয়ার দুই বছর আগে থেকেই স্নাতকে অধ্যয়নের জন্য তাদের পরিকল্পনা প্রস্তুত করা শুরু করেন। আবেদনের এক বছর আগে থেকেই ঘাঁটাঘাঁটি করুন যে আপনার আগ্রহ কোন বিষয়ে মাস্টার্স বা পিএইচডি করবেন। আপনি এখানে কেন পড়তে চান, সে সম্পর্কে অ্যাসে প্রস্তুত করুন। একটি দুর্দান্ত অ্যাসে লেখার জন্য বিশ্ববিদ্যালয়টির ইউটিউব চ্যানেলের গাইডলাইন অনুসরণ করতে পারেন। পাশাপাশি আপনার সিভি আপডেট করুন। এমনকি আপনার পোর্টফোলিও আপডেট করুন। আপনার প্রোগ্রামের জন্য প্রযোজ্য হলে সম্ভাব্য গবেষণা সুপারভাইজারদের সঙ্গে যোগাযোগ শুরু করুন। পাশাপাশি ফান্ডিং ও স্কলারশিপ উভয় সুযোগের জন্য আবেদন করা শুরু করুন। বিশ্ববিদ্যালয়টিতে আবেদনের বিস্তারিত গাইডলাইন পেতে ভিজিট করুন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

কোন কোন প্রোগ্রাম/বিষয়ে পড়া যাবে?
অ্যাকাউন্টিং, কৃষিবিজ্ঞান, আফ্রিকান স্টাডিজ, ফলিত গণিত, নৃবিজ্ঞান, অ্যাথলেটিক থেরাপি, আর্ট হিস্ট্রি, ব্যাচেলর অব এডুকেশন, ব্যাচেলর অব এডুকেশন (ফ্রেঞ্চ), বায়োকেমিস্ট্রি, অর্থনীতি, জীবপরিবেশ বিজ্ঞান, জীববিজ্ঞান, বায়োফিজিক্স, বায়োমেডিক্যাল সায়েন্স, বায়োটেকনোলজি, ব্ল্যাক কানাডিয়ান স্টাডিজ, বিজনেস অ্যান্ড সোসাইটি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস ইকোনমিকস, কানাডিয়ান স্টাডিজ, রসায়ন, চিলড্রেন, চাইল্ডহুড অ্যান্ড ইয়ুথ, চলচিত্র অ্যান্ড মিডিয়া স্টাডিজ, পুরকৌশল, ক্লাসিক্যাল স্টাডিজ, কমার্স, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ, কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রকৌশল, অপরাধবিজ্ঞান, ডিজিটাল মিডিয়া, নৃত্যসহ শতাধিক বিষয় বা প্রোগ্রামে অধ্যয়ন করা যাবে। 

জুবায়ের আহম্মেদ

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

এআইইউবিতে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির প্রতিনিধিদল

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে চলছে ‘অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২৬’

মন বসছে না পড়ার টেবিলে? জেনে নাও কারণ

উপসালা বিশ্ববিদ্যালয় বৃত্তি

মহাকাশে চীনা অভিযাত্রীদের সাম্প্রতিক গবেষণা

মালয়েশিয়ার উচ্চশিক্ষা সম্মেলনে ড্যাফোডিলের মো. সবুর খান

২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, সূচি প্রকাশ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার