আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ৫ লাখ পাউন্ডের ‘থিঙ্ক বিগ আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ ২০২২’ ঘোষণা করেছে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পুরস্কারের মূল্য প্রতি বছর ৫ হাজার ও ১০ হাজার পাউন্ড, যা শুধু টিউশন ফি বাবদ খরচের জন্য ব্যবহার করা যাবে।
২০২২ সালের সেপ্টেম্বর থেকে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে মেডিসিন, ডেন্টিস্ট্রি ও ভেটেরিনারি সায়েন্স ছাড়া যেকোনো স্নাতক কোর্স শুরু করার জন্য যাঁরা আবেদন করেছেন এমন আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ আগামী ২৮ মার্চ ২০২২।