হোম > শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে রেড ক্রিসেন্ট দল গঠনের তাগিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষার্থীদের মানবিক কাজে সম্পৃক্ত করতে এবং স্বেচ্ছাসেবা কার্যক্রমকে গতিশীল করতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে রেড ক্রিসেন্ট দল গঠনের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্ট খাতের নেতৃস্থানীয় ব্যক্তিরা। 

আজ শনিবার ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে দেশের সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ তাগিদ দেওয়া হয়। সোসাইটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। 

রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব সভায় বলেন, ‘মানবিক জাতি গঠনে রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা দরকার। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রেড ক্রিসেন্ট দল গঠনের কোনো বিকল্প নেই।’ 

ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর তপন কুমার বৈঠকে বলেন, ‘ইতিবাচক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের যুক্ত করা গেলে সমাজ আরও সুশৃঙ্খল হবে।’ মানবিক যুব সমাজ গঠনে রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনে শিক্ষার্থীদের যুক্ত করতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি বিশেষভাবে অনুরোধ করেন তিনি। 

বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানদের নিজ নিজ বোর্ডের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রেড ক্রিসেন্ট দল গঠনের গুরুত্ব তুলে ধরা হয় এবং স্বচ্ছতার সঙ্গে এ কার্যক্রম পরিচালনায় বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। 

এসব পরামর্শের আলোকে অঞ্চলভিত্তিক কমিটি গঠন করে এ কার্যক্রম গতিশীল করতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে জানান সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম। 

মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ দেশের নয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও সচিবগণের উপস্থিতিতে সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের উদ্যোগে আয়োজিত সমন্বয় সভায় আরও উপস্থিতি ছিলেন সোসাইটির উপ-মহাসচিব মো. রফিকুল ইসলাম এবং যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক মো. মিজানুর রহমানসহ অন্যরা। 

উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রেড ক্রিসেন্ট দল গঠন বাধ্যতামূলক করতে ২০০৯ সালে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ সরকার। প্রজ্ঞাপন জারির পর থেকেই এ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে রেড ক্রিসেন্ট তহবিল গঠন করা হয়। তহবিলে সংগৃহীত অর্থের ৬০ শতাংশ রেখে বাকি ৪০ শতাংশ অর্থ শিক্ষাবোর্ডের হাত হয়ে রেড ক্রিসেন্ট সদর দপ্তরের তহবিলে জমা হয়। সম্প্রতি (২০২০ সালে) প্রজ্ঞাপনটি সংশোধন করে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ড ও রেড ক্রিসেন্টের দায়িত্বগুলো সুস্পষ্ট করা হয়। 

উপদেষ্টা পরিষদে উঠছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

চীনের হোহাই বিশ্ববিদ্যালয়ে সিএসসি বৃত্তি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

এআইইউবিতে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির প্রতিনিধিদল

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে চলছে ‘অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২৬’

মন বসছে না পড়ার টেবিলে? জেনে নাও কারণ