হোম > শিক্ষা

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ সোমবার (২৬ মে) বেলা ১১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রা করেন ইবতেদায়ির শিক্ষকেরা। ছবি: আজকের পত্রিকা

অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে টানা অষ্টম দিনের মতো রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। আজ সোমবার (২৬ মে) বেলা ১১টার দিকে কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রা করেন তাঁরা। পরে শিক্ষা উপদেষ্টার দপ্তরে দাবি-সংবলিত স্মারকলিপি জমা দিয়ে আপাতত আন্দোলন স্থগিত করেন ইবতেদায়ির শিক্ষকেরা।

আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফেজ মাওলানা আহমেদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষা উপদেষ্টার দপ্তর থেকে ঈদের পরে বৈঠক করে দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় আমরা আপাতত আন্দোলন স্থগিত করেছি। সেই সময় দাবি বাস্তবায়ন করা না হলে দেশজুড়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।’

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে—অনুদানবিহীন ও অনুদানপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করার ঘোষণা দ্রুত বাস্তবায়ন, অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে অনুদানপ্রাপ্ত ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার মতো এমপিওভুক্ত করার ব্যবস্থা, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবলকাঠামো ও বেতন-ভাতা নীতিমালা ২০২৫-এর অবিলম্বে গেজেট প্রকাশ। অনুদানপ্রাপ্ত ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির সঙ্গে অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অবিলম্বে উপবৃত্তি চালু করা, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ১-১২-২০১৮ তারিখে মঞ্জুরি স্থগিতাদেশ প্রত্যাহার করা এবং সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার অবকাঠামো সরকারিভাবে সংস্কার, মেরামত ও নির্মাণ। সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা গ্রহণ না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)