সাংবাদিকদের জন্য ফেলোশিপ দিচ্ছে ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউট (ডব্লিউপিআই)। এই ডব্লিউপিআই ফেলোশিপ প্রোগ্রামে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া অন্য সব দেশের যেকোনো অভিজ্ঞ সাংবাদিক আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যে একটি প্রাথমিক গুণ বা আবশ্যিক শর্ত হচ্ছে নেতৃত্বের সম্ভাবনা।
ডব্লিউপিআই ফেলো হওয়া একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়া। প্রতিবছর শত শত প্রতিভাবান সাংবাদিক ১০টি স্লটের জন্য আবেদন করেন। আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন অভিজ্ঞ সাংবাদিক এবং করপোরেট কমিউনিকেশন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি কমিটি ফেলোশিপপ্রত্যাশী প্রার্থীদের মধ্য থেকে সেরাদের সেরাকে বেছে নেয়।
সুযোগ-সুবিধা
■ ডব্লিউপিআই ফেলোশিপের আওতায় ফেলোদের জন্য রয়েছে বেশ কিছু সুবিধা।
■ পরিবহন: মার্কিন যুক্তরাষ্ট্রে রাউন্ড ট্রিপ বিমানভাড়া এবং ডব্লিউপিআই প্রোগ্রাম-সম্পর্কিত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ভ্রমণ।
■ ফেলোদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা হয়ে থাকে।
■ ফেলোরা খাবারের জন্য ফেলোশিপের আওতায় একটি পরিমিত দৈনিক ভাতা পাবেন।
পড়াশোনার ক্ষেত্র
সাংবাদিকতায় নন-ডিগ্রি প্রোগ্রাম।
অধ্যয়নের স্থান
গবেষণাটি মার্কিন যুক্তরাষ্ট্রে নেওয়া হবে।
ফেলোশিপ পাওয়ার যোগ্যতা
■ প্রিন্ট, সম্প্রচার বা অনলাইন সাংবাদিকতায় কমপক্ষে পাঁচ বছরের পূর্ণকালীন চাকরি।
■ যাঁরা সাংবাদিকদের তত্ত্বাবধান করেন, তাঁরা যদি কর্মরত সাংবাদিক হিসেবে কমপক্ষে পাঁচ বছর থাকেন, তবে তাঁরাও যোগ্য বলে বিবেচিত হবেন।
■ একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে সাংবাদিকতা-সম্পর্কিত যেকোনো কাজ এ ক্ষেত্রে অভিজ্ঞতা হিসেবে গণ্য হবে না।
■ যারা জনসংযোগ বা এমন ৎকোনো প্রতিষ্ঠানে কাজ
করেন, যাঁদের প্রাথমিক কাজ মিডিয়া-সম্পর্কিত নয়, তাঁরাও এই ফেলোশিপের যোগ্য হবেন না।
■ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে কাজ করা একজন অমার্কিন সাংবাদিক হতে হবে।
■ ইংরেজিতে লেখা ও বলায় সাবলীল হতে হবে।
■ ফেলোশিপ পেতে আগ্রহী প্রার্থীদের মধ্যে নেতৃত্বের সম্ভাবনা থাকতে হবে।
আবেদনকারীর জাতীয়তা
মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া অন্য যেকোনো দেশের জাতীয়তা ফেলোশিপের জন্য বিবেচিত হবে।
আবেদনের সময়সীমা
অন্যান্য ফেলোশিপ বা স্কলারশিপের মতোই বছরের একটি নির্দিষ্ট সময়ে প্রার্থীদের ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউট ফেলোশিপের জন্য আবেদন করতে হয়। সে হিসেবে প্রতিবছর অক্টোবর মাসের মধ্যে এই ফেলোশিপের জন্য আবেদন সম্পন্ন করতে হবে।
অনুবাদ: আবিদা সুলতানা শামীমা