হোম > শিক্ষা

অনুমোদনের অপেক্ষায় আরও বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস: ইউজিসি সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আরও বেশ কিছু বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। আজ বুধবার ইউজিসি মিলনায়তনে ইউজিসির বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা বিষয়ে দিনব্যাপী কর্মশালায় তিনি এসব কথা বলেন।

ফেরদৌস জামান বলেন, দেশে এখন দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এবং একটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস স্থাপিত হয়েছে। আরও বেশ কিছু বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার গুণগতমান ও পরিবেশ নিশ্চিত করতে না পারলে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গবেষণা, উদ্ভাবন, শিক্ষক-শিক্ষার্থী অনুপাতসহ র‍্যাঙ্কিংয়ের যাবতীয় সূচকের তথ্য নিয়মিত প্রকাশের আহ্বান জানান ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।

সাজ্জাদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পর্যালোচনা ও বার্ষিক প্রতিবেদনের তথ্যের মাধ্যমে বিভিন্ন সংস্থা বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের র‍্যাঙ্কিং করে থাকে। এ জন্য বার্ষিক প্রতিবেদন তথ্যসমৃদ্ধ ও নিয়মিত হালনাগাদ করা এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট স্মার্ট করতে হবে।

ইউজিসি গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজ, সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ও বিশ্বনাথ বিশ্বাস।

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

এআইইউবিতে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির প্রতিনিধিদল

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে চলছে ‘অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২৬’

মন বসছে না পড়ার টেবিলে? জেনে নাও কারণ

উপসালা বিশ্ববিদ্যালয় বৃত্তি

মহাকাশে চীনা অভিযাত্রীদের সাম্প্রতিক গবেষণা

মালয়েশিয়ার উচ্চশিক্ষা সম্মেলনে ড্যাফোডিলের মো. সবুর খান

২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, সূচি প্রকাশ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার