হোম > শিক্ষা

৪৩তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল প্রস্তুত, প্রকাশ যেকোনো সময়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল তৈরির কাজ শেষ হয়েছে। ফল প্রকাশের সব ধরনের প্রস্তুতি শেষ। যেকোনো সময় ফল প্রকাশ করা হতে পারে বলে বাংলাদেশের সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে কমিশনের সভা শেষে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা। 

তবে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন এ বিষয়ে কোনো কথা বলেননি।

২০২০ সালে প্রকাশিত ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জনের নিয়োগ দেওয়া হবে। এ উপলক্ষ্যে গত বছর ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। 

উল্লেখ্য, দেশের আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় এই প্রিলিমিনারি পরীক্ষা। এই বিসিএসে আবেদনকারীর সংখ্যা ছিল ৪ লাখ ৪২ হাজার ৮৩২। বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড ছিল এটি। এই বিসিএসে অনুপস্থিত ছিলেন ১ লাখ ২১ হাজার ২৬০ জন। বিসিএসে সংখ্যার হিসাবে সর্বোচ্চ অনুপস্থিতির রেকর্ড এটি। 

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক