বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের আগামী ১৬ মে থেকে সশরীরে ক্লাস শুরু হবে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তিকৃত ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের আগামী ১৬ মে থেকে সশরীরে ক্লাস শুরু হবে।
জানা যায়, করোনার প্রকোপের কারণে বাকৃবির ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন গত ১০ ফেব্রুয়ারি ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। ১৩ ফেব্রুয়ারি থেকে সকল ক্লাস ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হচ্ছিল। তবে করোনার প্রকোপ কমে যাওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৬ মে থেকে সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে।