হোম > শিক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

গুচ্ছ পদ্ধতিতে ১৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। ১৭ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আজ রোববার গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আখন্দ এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘আগামী ১৭ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ১৮ মার্চ দুপুর পর্যন্ত আবেদন করা শিক্ষার্থীরা ফি জমা দেওয়ার সুযোগ পাবেন।’

৫ মার্চ দুপুর ১২টা থেকে ১৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির আবেদন শুরু হয়। গতকাল শনিবার পর্যন্ত দুই লক্ষাধিক শিক্ষার্থী আবেদন করেছেন বলে গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক আনোয়ারুল আজিম আখন্দ জানান। তিনি বলেন, ‘শনিবার যখন আমরা সভা করছিলাম, তখন পর্যন্ত ২ লাখ ৮ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। এখন সে সংখ্যা কিছু বাড়তে পারে।’

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি ধরা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। এই ফি অনলাইনে পরিশোধ করতে হবে। এ ছাড়া আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফির সঙ্গে যোগ হবে। আবেদন করার পদ্ধতি জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (www. gstadmission.ac.bd) পাওয়া যাবে।

গুচ্ছের অধীনে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান—এই তিনটি বিষয়বস্তুর ওপর পরীক্ষা নেওয়া হবে। ‘সি ইউনিটের’ (ব্যবসায় শিক্ষা) পরীক্ষা ২৫ এপ্রিল বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে। এরপর ২ মে ‘বি ইউনিটের’ (মানবিক) পরীক্ষা একই সময় অনুষ্ঠিত হবে। পরবর্তীকালে ৯ মে ‘এ ইউনিটের’ (বিজ্ঞান) পরীক্ষা হবে দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত। ওই দিন বেলা ৩টা থেকে ৪ পর্যন্ত চলবে ‘আর্কিটেকচার ড্রয়িং’ বিষয়ের পরীক্ষা।

এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা দেশের মোট ২০টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)