হোম > শিক্ষা

নবম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২১-২০২২ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধনের জন্য ফের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নবম শ্রেণিতে অনলাইনে নিবন্ধন করা শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তন, বিষয় কোড, ছবি পরিবর্তন ও প্রয়োজনীয় তথ্যাদি সংশোধনসহ বাদ পড়া শিক্ষার্থীদের নিবন্ধনের জন্য সময় বাড়ানো হয়েছে। বিলম্ব ফি ছাড়াই আগামী ২২ মে থেকে ২০ জুন পর্যন্ত এ নিবন্ধন করা যাবে। 

আজ বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক/স্কুল অ্যান্ড কলেজ) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম এরই মধ্যে শেষ হয়েছে। করোনা মহামারিসহ অন্য যেকোনো কারণে বাদ পড়া শিক্ষার্থীদের নিবন্ধনের সময়সীমা বিলম্ব ফি ছাড়া আগামী ২২ মে থেকে ২০ জুন পর্যন্ত নির্ধারণ করা হলো। 

বাদ পড়া শিক্ষার্থীদের নতুনভাবে নিবন্ধনসহ এর আগে নিবন্ধন করা শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তন, বিষয় কোড, ছবি পরিবর্তন ও প্রয়োজনীয় তথ্যাদি সংশোধনের সুযোগ দেওয়ার কথাও জানানো হয় বিজ্ঞপ্তিতে। উল্লিখিত সময়ের পর কোনো অবস্থাতেই সংশোধন এবং বাদ পড়া শিক্ষার্থীদের নিবন্ধনের সুযোগ দেওয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন/সংশোধন না হলে এর দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে বলেও এতে উল্লেখ করা হয়। 

আইইএলটিএস পরীক্ষায় কেন পিছিয়ে শিক্ষার্থীরা

মার্টিন লুথার কিং সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

আমিরাতে খলিফা বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৪০ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগ ওঠার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি

কুবিতে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত