হোম > শিক্ষা

হলে থাকতে পারবে রাবিতে ভর্তি–ইচ্ছুক নারী শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরীক্ষা দিতে আসা ভর্তি–ইচ্ছুক নারী শিক্ষার্থীদের ছাত্রী হলে থাকার ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে হলগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম টিপু এ তথ্য নিশ্চিত করে।

এর আগে ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় আবাসিক হলগুলো বন্ধ রেখে পরীক্ষা হবে। সে ক্ষেত্রে কোনো ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী এবার হলে থাকতে পারবে না।

উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, আমরা ভর্তি–ইচ্ছুক নারী শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করছি। ছাত্রী হলগুলোর রিডিং রুম, টিভি রুম, কমন রুমগুলোতে তাঁরা থাকতে পারবে। শিক্ষার্থীদের বাইরে থেকে খাবার আনতে হবে না। হলে খাবারের ব্যবস্থাও করা হয়েছে। তবে ছাত্রদের জন্য কোনো ব্যবস্থা করতে না পারায় আমরা দুঃখপ্রকাশ করছি।

প্রসঙ্গত, আগামী ৪ঠা অক্টোবর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ৬ অক্টোবর পর্যন্ত। এবার তিনটি ইউনিটে ১ লাখ ২৮ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে।

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের

‎জকসু নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন জামাল ভূঁইয়া

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

‎জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রইছ ও সম্পাদক ড. ইমরানুল

চীনের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি বৃত্তি

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন

অবসর ভাতায় অনিয়ম, ক্ষতি ১২৫০ কোটি