জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে রোববার থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান।
আবু হাসান বলেন, 'এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (https://www.juniv.edu/) বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অনলাইনে আবেদন শুরু হবে রোববার দুপুর ১২টা থেকে। আবেদন করা যাবে ৩১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।'
আবু হাসান আরও বলেন, 'পরীক্ষার পদ্ধতি আগের মতোই থাকছে। মহামারি পরিস্থিতির কারণে এখনো ভর্তি পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত হয়নি।'