কিং আব্দুল্লাহ আজিজ ইউনিভার্সিটি সৌদি আরবের জেদ্দায় অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসামান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের একটিতে পরিণত হয়েছে। স্বনামধন্য বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফুল ফ্রি স্কলারশিপ দিয়ে থাকে। স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তরের বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে পারবেন। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করে যাতে তাঁরা বিশ্বব্যাপী ক্যারিয়ার গড়তে পারেন।
প্রোগ্রাম সময়কাল
স্নাতক ৪ বছর
মাস্টার্স ২ বছর
পিএইচডি ৩ বছর
শিক্ষার্থীরা যেসব ফ্যাকাল্টিতে অধ্যয়ন করতে পারবেন
- আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ
- ফ্যাকাল্টি অব সায়েন্স
- ফ্যাকাল্টি অব কমিউনিকেশন মিডিয়া
- এনভায়রনমেন্টাল ডিজাইন
- ফ্যাকাল্টি অব ইকোনমিকস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন
- ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং
- ফ্যাকাল্টি অব আর্টস সায়েন্স
- ফ্যাকাল্টি অব কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি
- ফ্যাকাল্টি অব ল
- মেটারলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড এরিড ল্যান্ড অ্যাগ্রিকালচার
- ফ্যাকাল্টি অব আর্টস
আবেদনের যোগ্যতা
স্নাতক পর্যায়ে–
- যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
- ভালো ফলধারী হতে হবে।
- আবেদনকারীর উচ্চমাধ্যমিক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
- উচ্চমাধ্যমিক সার্টিফিকেটের মেয়াদ ৩ বছরের বেশি হলে গ্রহণযোগ্য নয়
- আবেদনকারীর বয়স ১৭ বছরের কম আর ২৫ বছরের বেশি হতে পারবে না
- শারীরিকভাবে সুস্থ থাকতে হবে
- নারী শিক্ষার্থীদের অবশ্যই একজন আত্মীয়ের সঙ্গে থাকতে হবে।
- কোনো বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের মধ্যে বরখাস্ত শিক্ষার্থী আবেদন করতে পারবেন না
স্নাতকোত্তর পর্যায়ে–
- যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন
- মাস্টার্সে আবেদনকরীর বয়স ৩০ বছরের বেশি নয়
- পিএইচডিতে আবেদনকরীর বয়স ৩৫ বছরের বেশি নয়
- ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট দেখাতে হবে।
- আগের ফ্যাকাল্টি থেকে দুটো রেকমেন্ডশন লেটার থাকতে হবে
- আরবি ভাষা ও সাহিত্য, ইসলামিক ল অ্যান্ড স্টাডিজ, সোশিওলজি, সাইকোলজি ও ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামে আবেদনকারীকে অবশ্যই আরবি ভাষায় দক্ষ থাকতে হবে।
সুযোগ-সুবিধা
- নতুন শিক্ষার্থীদের এয়ারপোর্টে স্বাগত জানানো হবে।
- টিউশন ফি মওকুফ
- প্রস্তুতির জন্য দুই মাসের উপবৃত্তি দেওয়া হবে।
- প্রতি মাসে হাতখরচ
- স্বল্প খরচে খাওয়ার ব্যবস্থা
- ডিগ্রি শেষে বই দেশে আনার জন্য ২ হাজার ৭০০ রিয়াল শিপিং ভাতা দেওয়া হবে।
- ভালো ফলাফল করাদের অতিরিক্ত ভাতা দেওয়া হবে।
- কাজের ব্যবস্থা
- বার্ষিক এয়ার টিকিট
- মাস্টার্সের জন্য ৩ হাজার রিয়াল এবং পিএইচডির জন্য ৪ হাজার রিয়াল থিসিস প্রিন্টিংয়ের জন্য ভাতা দেওয়া হবে।
- থাকার ব্যবস্থা এবং ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ
- শিক্ষার্থীদের পরিবারকে আনা-নেওয়ার সুযোগ
- শিক্ষার্থী ও তাঁদের পরিবারের জন্য স্বাস্থ্যসেবা
- ইমার্জেন্সি পরিস্থিতিতে ভাতা প্রদান
প্রয়োজনীয় কাগজপত্র
- সিভি
- আরবি ভাষা ও ইংরেজি ভাষায় স্টেটম্যান্ট অব পারপোস
- সৌদি অ্যাম্বাসি থেকে সার্টিফাইড আগের ডিগ্রির সার্টিফিকেট
- সৌদি অ্যাম্বাসি থেকে সার্টিফায়েড আগের সব ট্রান্সক্রিপ্ট
- সাবেক প্রোফেসরদের থেকে দুটি রেকমেন্ডশন লেটার
- পাসপোর্টের কপি
- প্রয়োজনীয় ছবি
- ভাষা দক্ষতার সার্টিফিকেট
আবেদন পদ্ধতি
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে হবেস্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের জন্য আলাদা রেজিস্ট্রেশন করতে হবে
অনলাইন অ্যাপ্লিকেশন জমা দিতে হবে
আবেদনের সময়: সারা বছর আবেদন করা যাবে
অনুবাদ: সাদিয়া আফরিন হীরা